স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর):
আসন্ন কেশবপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সাথে নিয়ে পথসভা,লিফলেট বিতরণ ও গণসংযোগ অব্যহত রেখেছেন।
তিনি মঙ্গলবার ১৩ ফেব্রুয়ারি বিকেলে কেশবপুর উপজেলার ১০নং সাতবাড়িয়া ইউনিয়নের জাহানপুর বাজার,সাতবাড়িয়া বাজার,বেগমপুর বাজার,বুকুলতলা বাজারসহ বিভিন্ন বাজারে যেয়ে সর্বস্তরের মানুষের নিকট দোয়া আর্শীবাদ ও সমর্থন চেয়ে পথসভা,লিফলেট বিতরণ ও গণসংযোগ চলমান রেখেছেন।
পথসভা,লিফলেট বিতরণ ও গণসংযোগ কালে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজের সাথে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী লীগের সদস্য মশিয়ার রহমান দফাদার,কেশবপুর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান,যুব ও ত্রুীড়া বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ,কেশবপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হোসেন,৮নং সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মনি,সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক, নুরুনাহার লিলি,সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আমজাদ হোসেন,পৌর আওয়ামী লীগ নেতা আমানুর রহমান খান,উপজেলা যুবলীগের সদস্য এস এম আল হেলাল সহ নেতৃবৃন্দ।