হোম ঢাকা বইমেলা: বিজ্ঞানের বেগেও কমেনি ছাপার অক্ষরের আবেদন

বইমেলা: বিজ্ঞানের বেগেও কমেনি ছাপার অক্ষরের আবেদন

কর্তৃক Editor
০ মন্তব্য 65 ভিউজ

অনলাইন ডেস্ক:

বসন্তের আগমনী সুরের সঙ্গে বাতাসে ভাসছে নতুন বইয়ের গন্ধ। অমর একুশে বইমেলা তাই লেখক-পাঠকের মিলনমেলায় পরিণত হয়েছে। বইমেলায় পড়ন্ত মাঘের বিকেলগুলোতে ভিড় করছেন সব বয়সী মানুষ।

বলা হয়, বিজ্ঞান এনে দিয়েছে বেগ, কিন্তু কেড়ে নিয়েছে আবেগ। হাতে হাতে স্মার্টফোন, মোবাইল স্ক্রিনেই যেন সব বিনোদন। কিন্তু তারপরও কি ছাপা অক্ষরের আবেদন কমেছে? কমেনি বলেই এখনও সব বয়সীর মেলবন্ধন ঘটে, প্রাণের অমর একুশে বইমেলায়।

রোববার (১১ ফেব্রুয়ারি) সরেজমিন দেখা যায়, স্টলে স্টলে পাঠক খুঁজে ফিরছেন প্রিয় লেখকের বই। যুগ যতই আধুনিক হোক, বইপ্রেমীদের ভিড় দিনকে দিন বাড়ছে।

বই কিনতে আসা এক দর্শনার্থী বলেন, ‘এখনও দেখছি, যার লেখার ভাষাটা আমার ভালো লাগবে–এরকম দু-একটা বই কেনার ইচ্ছা আছে।’

তবে বইয়ের মান নিয়ে এবারও প্রশ্ন আছে, আছে অভিযোগ-অনুযোগ। এ জন্য ভালো বই বেছে নেয়ার আহ্বান জানিয়েছেন তরুণ লেখকরা।

এক লেখক বলেন, ‘আমরা যেটা ভালো লাগে না সেটা নিয়ে বেশি কথা বলি, যেটা ভালো লাগে সেটা নিয়ে কথা বলি কম। কিন্তু আমরা যদি ভালো লাগাটা নিয়ে একটু কথা বলি, তবে ভালো বিষয়টা ছড়িয়ে দেয়া সম্ভব।’

বিশ্লেষকরা বলছেন, বাঙালির যা কিছু আপন এবং নিজস্ব তারমধ্যে অন্যতম এই বইমেলা। তাই এর ব্যাপ্তির পাশাপাশি গুণগত মানের দিকেও নজর দিতে হবে নিজেদের স্বকীয়তার স্বার্থেই।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন