হোম খুলনাসাতক্ষীরা কালীগঞ্জের নলতায় আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো খান বাহাদুর আহসান উল্লাহ( রঃ) এর ওরছ শরীফ

কালীগঞ্জের নলতায় আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো খান বাহাদুর আহসান উল্লাহ( রঃ) এর ওরছ শরীফ

কর্তৃক Editor
০ মন্তব্য 123 ভিউজ

হাফিজুর রহমান, কালিগঞ্জ (সাতক্ষীরা):

দেশ ও জাতির মঙ্গল, সুখ, সমৃদ্ধি কামনা করে সাতক্ষীরার কালীগঞ্জের নলতায় খান বাহাদুর আহসানুল্লাহ( রঃ) এর ৬০ তম বার্ষিকী ওরশ শরীফ আখেরি মোনাজাতের মাধ্যমে সম্পন্ন হয়েছে। নলতা কেন্দ্রীয় আহাসানিয়া মিশনের সার্বিক ব্যবস্থাপনায় রবিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০ টার সময় মাজার প্রাঙ্গণে আখেরি মোনাজাতের মাধ্যমে ৩ দিনব্যাপী ওরশ শরীফের সমাপ্তি ঘটেছে।

তিন দিনব্যাপী ওরশ শরীফের গতকাল রবিবার ছিল শেষ দিন। উক্ত আখেরি মোনাজাত অনুষ্ঠানে নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের সভাপতি সংসদ সদস্য আলহাজ্ব অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হকের সভাপতিত্বে ও পরিচালনায় মোনাজাতের পূর্বে পীর কেবলার কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা রাখেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ও সচিব আলহাজ্ব ড. আব্দুল মজিদ, নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ডা. কাজী আলী আজম হবিগঞ্জ আহসানিয়া মিশনের কর্মকর্তা আবু তৈয়ব, মাহবুবে খোদা এবং খান বাহাদুর আহছানিয়া মিশনের সদস্য আলহাজ্ব এ এফ এম এনামুল হক তাওয়ালাদ শরীফ, মিলাদ শরীফ ও ফাতেহা পাঠ করেন নলতা শরীফের খান বাহাদুর আহসানুল্লাহ ইসলামিক সেন্টারের প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মুফতি আশিকুর রহমান। আখেরি মোনাজাতের পূর্বে চাদর পেশ করা হয়। আখেরি মোনাজাত পরিচালনা করেন নলতা শরিফ শাহী মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মোঃ আবু সাঈদ জিহাদি রংপুরি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন