স্পোর্টস ডেস্ক:
চলতি বিপিএলে দেশের অভিজ্ঞ ক্রিকেটারদের নিয়ে শক্তিশালী দল গড়ে ফরচুন বরিশাল। তারকায় ঠাসা স্কোয়াড গড়লেও পয়েন্ট তালিকায় খুব একটা ভালো অবস্থানে নেই তামিম বাহিনী। প্রতিযোগিতা প্লে-অফের আশা বাঁচিয়ে রাখার ম্যাচে ১৯ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বরিশাল। তবে রিয়াদ-সৌম্যর ১৩৯ রানের বড় জুটিতে স্বাগতিক ঢাকাকে ১৯০ রানের টার্গেট দিয়েছে তামিমের দল।
শনিবার (১০ ফেব্রুয়ারি) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মাহমুদউল্লাহ রিয়াদ ও সৌম্য সরকারের জোড়া ফিফটিতে ৪ উইকেটে ১৮৯ রানের বড় সংগ্রহ গড়েছে ফরচুন বরিশাল। সৌম্য সরকার সর্বোচ্চ ৭৫ রানের ইনিংস উপহার দেন।
প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বরিশাল। তাসকিন-শরীফুলের বোলিং তোপে ১৯ রানে ৩ উইকেট হারায় তামিম ইকবালের দল। বাংলাদেশের সেরা ওপেনারকে ফিরিয়ে তাণ্ডব শুরু করেন বাঁহাতি পেসার শরীফুল ইসলাম। পরের ওভারে জোড়া আঘাত হানেন তাসকিন। আহমেদ শেহজাদের পর মুশফিকুর রহিমকেও সাজঘরে ফেরত পাঠান ডানহাতি এই পেসার।
মহাবিপদে পড়া বরিশালকে রক্ষা করেন মাহমুদউল্লাহ রিয়াদ ও সৌম্য সরকার। চতুর্থ জুটিতে ১৩৯ রানের বিশাল পার্টনারশিপ গড়ে তোলে দুই অভিজ্ঞ ব্যাটার। জোড়া ফিফটি তুলে নেন দুজনই। ৪৭ বল মোকাবিলা করে ৭৩ রান করেন রিয়াদ। ইনিংসটি ৭টি চারের সাথে ৪টি ছক্কা হাঁকান সাইলেন্ট কিলার। রিয়াদ ফিরলে শোয়েব মালিক ও সৌম্য ঝড় তোলেন। ৪৯ বলে ৪টি চার ও ৬টি ছক্কায় ৭৫ রানে অপরাজিত থাকেন সৌম্য। মালিক ৯ বলে ১৯ রান করেন।