হোম খুলনাযশোর মনিরামপুরে মশিয়াহাটীতে দুইদিন ব্যাপী পিঠা উৎসব ও নারী উদ্যোক্তা মেলা

মনিরামপুরে মশিয়াহাটীতে দুইদিন ব্যাপী পিঠা উৎসব ও নারী উদ্যোক্তা মেলা

কর্তৃক Editor
০ মন্তব্য 143 ভিউজ

রিপন হোসেন সাজু, মনিরামপুর (যশোর):

মনিরামপুরের মশিয়াহাটী ডিগ্রী কলেজ মাঠে দুইদিন ব্যাপী পিঠা উৎসব ও নারী উদ্যোক্তা মেলা শনিবার শেষ হয়েছে। শুক্রবার বিকালে অদম্য কন্যা ফাউন্ডেশন আয়োজিত ও মশিয়াহাটী কলেজের সার্বিক তত্ত্বাবধানে উক্ত পিঠা উৎসব ও নারী উদ্যোক্তা মেলার উদ্বোধন করেন খুলনা সরকারী আজম খান কমার্স কলেজের অধ্যক্ষ কার্তিক চন্দ্র মন্ডল।

ওইদিন বিশেষ অতিথি ছিলেন কুলটিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি প্রনয় কান্তি চৌধুরী ও ইউনিয়ন কৃষকলীগ নেতা আদিত্য মন্ডল।

শনিবার ২য় দিনের প্রধান অতিথি ছিলেন মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তন্ময় বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন কুলটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখর চন্দ্র রায় ও নওয়াপাড়া হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি ফাল্গুন মন্ডল। দুইদিনের ওই উৎসবে প্রতিদিন সন্ধ্যায় আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন