হোম ঢাকাফরিদপুর ফরিদপুরে শিল্পী পরিবারের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ফরিদপুরে শিল্পী পরিবারের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কর্তৃক Editor
০ মন্তব্য 65 ভিউজ

ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুর শিল্পী পরিবারের আয়োজনে শিল্পী পরিবারের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী আজ শনিবার পালন করা হয়েছে। এ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শিল্পী পরিবারের সভাপতি ও ২০ নং ওয়ার্ডের কাউন্সিলর ফরিদপুর পৌরসভার ২ নং প্যানেল মেয়র মতিউর রহমান শামীমের সভাপতিত্বে এবং শিল্পী পরিবারের সাধারণ সম্পাদক ‌ শেখ ফরিদ আহমেদের সঞ্চালনায় ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয় হতে একটা র‍্যালি শহর প্রদক্ষিণ করে। র‍্যালিটি কবি জসীমউদ্দীন হলে এসে শেষ হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‌ ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান হাসান তালুকদার।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক চন্দন রেজা, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক আমিনুর রহমান ফরিদ, সাংবাদিক ও কথা সাহিত্যিক মফিজ ইমাম মিলন, বীর মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ, জেলা কালচারাল অফিস সাইফুল ইসলাম মিলন বীর মুক্তিযোদ্ধার সন্তান, রুমন চৌধুরী, অর্থ সম্পাদক ইউনুস আলী প্রামানিক প্রমূখ। এ বছর অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল “এক সুতোয় গাথা আমরা শিল্পী পরিবার।

আলোচনা সভায় বক্তারা এ আয়োজন সমৃদ্ধশালী এবং শিল্পী পরিবারকে এক সুতোয় গেথে আমরা আগামী দিনের কর্মদিনকে উজ্জীবিত করবো বলে আশাবাদ ব্যক্ত করেন। এর আগে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক। বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন