হোম খেলাধুলা ৪১৫ রানের টি-টোয়েন্টি ম্যাচে ১১ রানের আক্ষেপ ক্যারিবীয়দের

৪১৫ রানের টি-টোয়েন্টি ম্যাচে ১১ রানের আক্ষেপ ক্যারিবীয়দের

কর্তৃক Editor
০ মন্তব্য 118 ভিউজ

স্পোর্টস ডেস্ক:

অস্ট্রেলিয়ার দেয়া বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ লড়াই করেছে ওয়েস্ট ইন্ডিজ। জয়ের খুব কাছেও পৌঁছে গিয়েছিল তারা। কিন্তু শেষ পর্যন্ত ১১ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদের।

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি হোবার্টে শুক্রবার (৯ ফেব্রুয়ারি) অস্ট্রেলিয়ার দেয়া ২১৪ রান তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ২০২ রান তুলে নেয় ক্যারিবীয়রা।

এদিন টস হেরে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। ওপেন করতে নেমে অনবদ্য হাফসেঞ্চুরি তুলে নেন ডেভিড ওয়ার্নার। ঝোড়ো ইনিংসে খেলেন জোশ ইংলিস ও টিম ডেভিড। ওয়ার্নার ৯টি চার ও ১টি ছক্কার সাহায্যে মাত্র ২২ বলে ব্যক্তিগত হাফসেঞ্চুরি স্পর্শ করেন। তিনি শেষমেশ ১২টি চার ও ১টি ছক্কায় ৩৬ বলে ৭০ রানের ধ্বংসাত্মক ইনিংস খেলে মাঠ ছাড়েন।

ইংলিস ৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৫ বলে ৩৯ রান করে সাজঘরে ফেরেন। টিম ডেভিড ১৭ বলে ৩৭ রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থঅকেন। তিনি ৪টি চার ও ২টি ছক্কা মারেন। এছাড়া মিচেল মার্শ ১৬, গ্লেন ম্যাক্সওয়েল ১০, মার্কাস স্টইনিস ৯, ম্যাথু ওয়েড ২১ ও অ্যাডাম জাম্পা অপরাজিত ৪ রান করেন। খাতা খুলতে পারেননি শন অ্যাবট।

আন্দ্রে রাসেল ৪ ওভার বল করে ৪২ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন। ৪৬ রানের বিনিময়ে ২টি উইকেট নেন আলজারি জোসেফ। ১টি করে উইকেট নেন জেসন হোল্ডার ও রোমারিও শেফার্ড।

জবাব দিতে নেমে আগ্রাসী ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন ব্র্যান্ডন কিং। তিনি ৭টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩৭ বলে ৫৩ রান করে আউট হন। ৬টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৫ বলে ৪২ রান করেন জনসন চার্লস।

আন্দ্রে রাসেল মাত্র ১ রান করে আউট হন। জেসন হোল্ডার ৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১৫ বলে ৩৪ রান করে অপরাজিত থাকেন। নিকোলাস পুরান ১৭ বলে ১৮ রান করেন। তিনি ২টি ছক্কা মারেন। ২টি ছক্কার সাহায্যে ৫ বলে ১৪ রান করেন রভম্যান পাওয়েল।

অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা ৪ ওভারে ২৬ রান খরচ করে ৩টি উইকেট তুলে নেন। ২০ রানে ২টি উইকেট নেন মার্কাস স্টইনিস। ১টি করে উইকেট নেন জেসন বেহরেনডর্ফ, গ্লেন ম্যাক্সওয়েল ও শন অ্যাবট। ম্যাচ সেরা হন ডেভিড ওয়ার্নার।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন