হোম আন্তর্জাতিক নতুন সেনাপ্রধান নিয়োগ দিলেন জেলেনস্কি

নতুন সেনাপ্রধান নিয়োগ দিলেন জেলেনস্কি

কর্তৃক Editor
০ মন্তব্য 82 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:

ইউক্রেনের নতুন সেনাপ্রধান হিসেবে কর্নেল জেনারেল ওলেকসান্ডার সিরস্কিকে নিয়োগ দিয়েছে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। দেশটির সাবেক সেনাপ্রধান ভ্যালেরি জালুঝনিকে বরখাস্ত করার পর তার জায়গায় সিরস্কিকে বসানো হলো।

দুই বছর ইউক্রেনের সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন জালুঝনি। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে জালুঝনিকে ধন্যবাদ জানিয়েছেন জেলেনস্কি। তিনি বলেন, সামরিক নেতৃত্বে পরিবর্তন আনার সময় হয়েছিল।

এ নিয়ে বিবিসির এক প্রতিবেদনে জানা গেছে, অনেকদিন ধরেই জেলেনস্কি ও ভ্যালেরি জালুঝনির মধ্যকার সম্পর্কে টানাপোড়েন চলছিল। আর তাই সশস্ত্র বাহিনীর প্রধানকে বরখাস্ত করার বিষয়টি আলোচনায় ছিল। এর আগে ভ্যালেরিকে দায়িত্ব ছাড়তে বলেছিলেন জেলেনস্কি। কিন্তু সে সময় তা প্রত্যাখান করেন তিনি। তবে, জেলেনস্কির এমন সিদ্ধান্ত নেয়াটা সঠিক হলো কিনা সে বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে ইউক্রেনের বাসিন্দাদের মাঝে।

জালুঝনিকে বরখাস্তের বিষয়ে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রুস্তম উমেরভ জানান, প্রেসিডেন্টের আদেশ আকারে প্রকাশের পর ভ্যালেরিকে বরখাস্তের এই সিদ্ধান্ত সরকারিভাবে গণ্য হবে।

তিনি আরও বলেন, ‘রাশিয়ার সঙ্গে যুদ্ধে ভ্যালেরি জালুঝনি সশস্ত্র বাহিনীকে নেতৃত্ব দেয়ার কাজটি করেছেন। তবে যুদ্ধ সবসময় একরকম থাকে না। যুদ্ধের পরিস্থিতি বদলায়, চাহিদা বদলায়। ২০২২, ২০২৩ ও ২০২৪ সালের তিনটি বাস্তবতা ভিন্ন। ২০২৪ সালে নতুন পরিবর্তন আসবে, যার জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে। প্রয়োজন পড়বে নতুন কৌশল ও ভাবনার।’

এরইমধ্যে নতুন সেনাপ্রধান হিসেবে কর্নেল জেনারেল ওলেকসান্ডার সিরস্কিকে দায়িত্ব দিয়েছেন জেলনস্কি। তিনি জানান, নতুন সেনাপ্রধানের কিয়েভে সফল প্রতিরক্ষা এবং খারকিভে সফল আক্রমণ অভিযানের অভিজ্ঞতা রয়েছে। ২০২২ সালে ইউক্রেনে রুশ হামলা শুরু হওয়ার পর থেকে কিয়েভে ইউক্রেনের প্রতিরোধের নেতৃত্ব দিয়েছিলেন জেনারেল সিরস্কি। পাশাপাশি খারকিভে ইউক্রেনের সফল পাল্টা আক্রমণেরও মাস্টারমাইন্ড ছিলেন তিনি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন