হোম অন্যান্যশিক্ষা মেডিকেলের পরীক্ষাকেন্দ্রে যেসব সেবা দেবে ছাত্রলীগ

মেডিকেলের পরীক্ষাকেন্দ্রে যেসব সেবা দেবে ছাত্রলীগ

কর্তৃক Editor
০ মন্তব্য 86 ভিউজ

শিক্ষা ডেস্ক:

আগামীকাল ৯ ফেব্রুয়ারি ২০২৩-২৪ শিক্ষাবর্ষে দেশব্যাপী মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বেশ কিছু সেবা দেয়ার কথা জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পিত আগামীর ‘স্মার্ট বাংলাদেশ’ গড়তে সহায়ক ভূমিকা পালন করবে এমবিবিএস কোর্সে ভর্তিচ্ছু নবীন শিক্ষার্থীরা। তাই, ভর্তি পরীক্ষা মেধাভিত্তিক, প্রশ্নফাঁস ও জালিয়াতিমুক্ত রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোরালো আহ্বান জানাচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ। একইসাথে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য সার্বিকভাবে নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করতে সহযোগিতার হাত বাড়িয়ে পাশে থাকার দীপ্ত অঙ্গীকার ব্যক্ত করছে বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা।

পরীক্ষাকেন্দ্রে ছাত্রলীগের পক্ষ থেকে যেসব সেবা প্রদান করা হবে:

১. প্রতিটি কেন্দ্রে ‘শিক্ষার্থী সহায়তা ও তথ্যকেন্দ্র’ এর মাধ্যমে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান

২. শিক্ষার্থীদের পরিবহনের জন্য ‘জয় বাংলা বাইক সার্ভিস’ সুবিধা

৩. ‘অভিভাবক ছাউনিতে’ সম্মানিত অভিভাবকদের বিশ্রামের সুব্যবস্থা

৪. সুপেয় পানির ব্যবস্থা

৫. কেন্দ্র পরিচিতির জন্য সার্বক্ষণিক স্বেচ্ছাসেবক

৬. শিক্ষার্থীদের ব্যবহৃত জিনিস ও মোবাইল সংরক্ষণের ব্যবস্থা

৭. প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য হুইলচেয়ার ও প্রয়োজনীয় লজিস্টিক সরবরাহ

৮. মাস্ক ও কলম বিতরণ

৯. প্রাথমিক চিকিৎসা কেন্দ্র

১০. প্রয়োজন সাপেক্ষে আবাসনের ব্যবস্থা

মেডিকেল কলেজ ভর্তি পরিক্ষার জন্য নির্ধারিত কেন্দ্রগুলোতে উল্লিখিত সহযোগিতা প্রদানের জন্য বাংলাদেশ ছাত্রলীগের সংশ্লিষ্ট সকল সাংগঠনিক ইউনিটের প্রতি নির্দেশনা প্রদান করা হয়েছে ছাত্রলীগের পক্ষ থেকে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন