দেবহাটা প্রতিনিধি:
দেবহাটায় চুরি, ছিনতাই, ইভটিজিং, জুয়া ও জঙ্গীবাদ প্রতিরোধের পাশাপাশি উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের নানামুখি দিক নির্দেশনা দিয়েছেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেখ মাহমুদ হোসেন।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১২টায় দেবহাটা থানা গ্রাউন্ডে উপজেলার পাঁচটি ইউনিয়নে কর্মরত গ্রাম পুলিশ সদস্যদের সাথে মতবিনিময়ে এসব দিক নির্দেশনা দেন ওসি।
মতবিনিময়কালে ওসি সেখ মাহমুদ হোসেন গ্রাম পুলিশদের উদ্দেশ্যে বলেন, সম্প্রতি উপজেলায় চোরচক্র মাথাচাড়া দিয়ে উঠেছে। এসব চোরচক্রকে আইনের আওতায় আনতে স্ব-স্ব ইউনিয়নে সংঘবদ্ধভাবে গ্রাম পুলিশ সদস্যরা রাত্রিকালিন টহল অব্যহত রাখবে। অপরিচিত ও সন্দেহজনক ব্যক্তির আনাগোনা পেলে তাদেরকে আটকে রেখে পুলিশে খবর দিবেন।
তাছাড়া উপজেলার কোথাও জুয়া, অশ্লীলতা, ইভটিজিং, বাল্যবিবাহ ও জঙ্গীবাদ সম্পর্কিত তথ্য পেলে তাৎক্ষনিক দেবহাটা থানা পুলিশকে অবহিত করার জন্যও গ্রাম পুলিশদের নির্দেশনা দেন ওসি সেখ মাহমুদ হোসেন।