নড়াইল অফিস:
নড়াইল পৌরসভার উন্নয়ন কর্মকান্ড পর্যবেক্ষনে বিশ্ব ব্যাংক এর প্রতিনিধিদের আগমন। বিশ্ব ব্যাংকের অর্থায়নে পরিচালিত নানা উন্নয়ন কর্মকান্ড ও পৌরসভার নিয়মনীতি পর্যালোচনা করেন তারা পৌরকতৃপক্ষের সাথে আলোচনা করেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিশ্ব ব্যাংকের আরবান ডেভেলপমেন্ট স্পেশালিষ্ট মানশা চেন।
এসময় অন্যান্য সহযোগী ছিলেন কনসালটেন্ট মাইক উইন্টার,কনসালটেন্ট হুরায়রা জেবিন,কনসালটেন্ট হাফিজ আল মামুন,প্রোগ্রাম এসোসিয়েট জিনিয়া সুলতানা। পরিদর্শন দলের সাথে ছিলেন এলজিইডির প্রজেক্ট ডিরেক্টর নাজমুস সাদাত এমডি জিল্লুর রহমান সহ প্রকল্প সংশ্লিষ্ট বিভিন্ন স্তরের কর্মকর্তা।
দুপুরে পৌরসভায় পৌছালে পৌর মেয়র আঞ্জুমান আরা তাদের ফুলের শুভেচ্ছা দেন। এরপর পৌর সভাকক্ষে আগত প্রতিনিধিগন উন্নয়ন কর্মকান্ডের নানা ধাপ পর্যবেক্ষন করেন,ব্কিালে উন্নয়ন বাস্তবায়ন অগ্রগতি পরিদর্শন করেন।