হোম জাতীয় মিয়ানমার পরিস্থিতি বাংলাদেশ ও ভারতের জন্য উদ্বেগজনক: পররাষ্ট্রমন্ত্রী

মিয়ানমার পরিস্থিতি বাংলাদেশ ও ভারতের জন্য উদ্বেগজনক: পররাষ্ট্রমন্ত্রী

কর্তৃক Editor
০ মন্তব্য 80 ভিউজ

জাতীয় ডেস্ক:

মিয়ানমার পরিস্থিতি স্থিতিশীল করতে ঢাকা ও দিল্লি একযোগে কাজ করবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী। যেখানে গুরুত্ব পায় মিয়ানমার জুড়ে অস্থিতিশীল অবস্থা ও আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকি।

পরে বিকেলে প্রেস ক্লাব অব ইন্ডিয়ায় বঙ্গবন্ধু কর্নারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, মিয়ানমারের অস্থিতিশীল পরিস্থিতি বাংলাদেশ ও ভারত দুই দেশের জন্যই উদ্বেগজনক। এই অঞ্চলে স্থিতিশীলতার জন্য মিয়ানমারে শান্তি প্রতিষ্ঠা প্রয়োজন বলে আলোচনা হয়েছে ভারতের নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে। এ জন্য ঢাকা ও নয়াদিল্লি একযোগে কাজ করবে। আঞ্চলিক নিরাপত্তার স্বার্থের সামনে দুই দেশ কর্মপরিকল্পনা ঠিক করবে বলেও জানান তিনি।

তিন দিনের নয়াদিল্লি সফরে সন্ধ্যায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন হাছান মাহমুদ।

এদিকে সন্ধ্যায় ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেছেন হাছান মাহমুদ। বৈঠকে দুই দেশের অভিন্ন নদীর পানিবণ্টন, বাণিজ্য সম্প্রসারণসহ স্বার্থ সংশ্লিষ্ট কয়েকটি ইস্যুতে আলোচনার কথা রয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন