হোম খুলনাযশোর চুকনগরে “মাদক মুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা

চুকনগরে “মাদক মুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা

কর্তৃক Editor
০ মন্তব্য 84 ভিউজ

ভ্রাম্যমান প্রতিনিধি :

কেশবপুরের সীমান্ত এলাকা চুকনগর ডিগ্রী কলেজে “মাদক মুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, খুলনার আয়োজনে, চুকনগর ডিগ্রী কলেজ ও শেখ মাহাদী মোহাম্মদ পাবলিক লাইব্রেরী, খুলনার যৌথ সহযোগিতায় “মাদক মুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, মোঃ মিজানুর রহমান, উপপরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, খুলনা জেলা।

বুধবার (৭ ফেব্রুয়ারী) দুপুরে চুকনগর ডিগ্রী কলেজ আডিটোরিয়ামে ওই সভা অনুষ্ঠিত হয়।

চুকনগর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ মনিরুল ইসলাম- এর সভাপতিত্বে এবং এ্যাডভোকেট শেখ অলিউল ইসলাম, প্রতিষ্ঠাতা সভাপতি, শেখ মাহাদী মোহাম্মদ পাবলিক লাইব্রেরী, খুলনা-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন-এর পক্ষে আতিকুল ইসলাম এডিসি (এলএ) খুলনা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মোহাম্মদ সাঈদুর রহমান, পিপিএম-সেবা, পুলিশ সুপার, খুলনা, পক্ষে সুশান্ত সরকার, পিপিএম সেবা অতিরিক্ত পুলিশ সুপার, খুলনা। এ বি এম সফিকুল ইসলাম, সভাপতি, জাতীয় পানি কমিটি, সুকান্ত কুমার সাহা, অফিসার ইনচার্জ, ডুমুরিয়া থানা, খুলনা। ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মোমতাজ।

অনুভুতি প্রকাশ করে বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক আব্দুল হাফিজ মাহমুদ ও ছাত্রী মিতু পাল। বক্তারা মাদককে না বলার জোর দাবী জানান। শিক্ষার্থীরা মাদক মুক্ত সমাজ গঠনে হাত তুলে অঙ্গীকারবদ্ধ হয়। বক্তারা খুলনা, যশোর ও সাতক্ষীরা তিন জেলার সীমান্তবর্তী এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী চুকনগর ডিগ্রী কলেজেটি সরকারী করণের জোর দাবী জানান।

কোরআন থেকে তেলাওয়াত করেন, মোহাম্মদ ইয়াছিন আহমেদ ও বেদ থেকে পাঠ করেন, অধ্যাপক অসিম কুমার ভট্টাচার্য, স্বাগত সংগীত পরিবেশন করে কলেজের শিক্ষার্থীরা। এছাড়া অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক সভাপতি শেখ মহিউদ্দিন, সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা ও খুলনার সনামধণ্য ব্যক্তিবর্গ ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিল।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন