হোম খুলনাযশোর কেশবপুর পাইলট মাঃ বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃ‌তিক অনুষ্ঠান অনুষ্ঠিত

কেশবপুর পাইলট মাঃ বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃ‌তিক অনুষ্ঠান অনুষ্ঠিত

কর্তৃক Editor
০ মন্তব্য 100 ভিউজ

ভ্রাম্যমান প্রতিনিধি:

প্রতি বছরের ন্যায় এবারও ঐতিহ্যবাহী কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বা‌র্ষিক ক্রীড়া প্রতি‌যো‌গিতা, সাংস্কৃ‌তিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ও বুধবার (৭ ফেব্রুয়ারী-২৪) দুইদিন ব্যাপী পৌর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত বিদ্যালয় প্রাঙ্গণে ওই বা‌র্ষিক ক্রিড়া ও সাংস্কৃ‌তিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ তুহিন হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেশবপুর থানার অফিসার ইনচার্জ জহিরুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আকরাম হোসেন খান,প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, ন্যাশনাল প্রেস সোসাইটি গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, চারুপীঠ আর্ট একাডেমির পরিচালক উৎপল দে, অত্র বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্য রবিউল ইসলাম, আসাদুজ্জামান খান, আক্তারুজ্জামান প্রমূখ।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড, দেশকে এগিয়ে নিয়ে যেতে শিক্ষার কোন বিকল্প নেই। শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতির শিখরে পৌঁছাতে পারেনা। উন্নত দেশগুলো শিক্ষাকে বিশেষ গুরুত্ব দিয়ে থাকে। আমাদের দেশের বর্তমান সরকারের সহযোগিতায় শিক্ষাব্যবস্থা অনেক এগিয়ে যাচ্ছে। সমাজে আলোকিত মানুষ তৈরিতে শিক্ষার বিকল্প নেই। শিক্ষার পাশাপাশি খেলাধুলার প্রতি সমান গুরুত্ব দিতে হবে। খেলাধুলা শরীর গঠনের পাশাপাশি মানবিক গুণাবলীর বিকাশ ঘটাতে সহায়তা করে। ক্রীড়ার মাধ্যমে শিক্ষার্থীরা সুন্দর ভবিষ্যৎ গড়তে পারে। দেশের মেয়েরা আজ কোন ক্ষেত্রে পিছিয়ে নেই। ক্রীড়াক্ষেত্রেও তারা দেশ-বিদেশে সুনাম অর্জন করেছে। সেজন্য শুধু লেখাপড়া নয় ছাত্র-ছাত্রীদের নিয়মিত সকল খেলাধুলায় অংশগ্রহণে উৎসাহ দিতে শিক্ষক এবং অভিভাবকদের প্রতি আহবান জানান অতিথিবৃন্দ। সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে নিবিড় সম্পর্ক রাখতে হবে। ভবিষ্যৎ প্রজন্ম আগামীতে নেতৃত্ব দিয়ে উন্নত দেশের সারিতে দাঁড় করাতে সক্ষম হবে। পড়াশুনার পাশাপাশি শিক্ষার্থীদের সুস্থ্য সংস্কৃতি চর্চা করতে হবে। সুস্থ্য থাকার জন্য পড়াশুনার পাশাপাশি খেলাধুলার প্রয়োজন রয়েছে। পরিশেষে বাল্যবিবাহ থেকে সকল শিক্ষার্থীদের দূরে থাকার আহবান জানান।

আলোচনা সভা শেষে দু’দিন ব্যাপী শিক্ষার্থীদের ক্রীড়া ও সাংস্কৃ‌তিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা অতিথিবৃন্দ।

এসময় উপ‌স্থিত ছি‌লেন, কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান প্রবীর দত্ত, সিনিয়র শিক্ষক (ইংরেজি) মতিয়ার রহমান, সালাউদ্দিন, ফারুক হোসেন, বিশ্বজিৎ কুমার কুন্ডু, আব্দুস সালাম, আশরাফুন্নেছা, লিপি দে, মাহফুজা খাতুন, রাজিয়া সুলতানাসহ অত্র প্রতিষ্ঠা‌নের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, অ‌ভিভাবকবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব‌্যক্তিবর্গ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন