অনলাইন ডেস্ক:
নিপ্পন টিভির প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) পরিচালক প্রকৌশলী মো. মোহাব্বত উল্ল্যাহ মারা গেছেন।
সোমবার (৫ ফেব্রুয়ারি) রাতে ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
তার মৃত্যুর খবর নিশ্চিত করে মোহাব্বত উল্ল্যাহর পরিবার জানিয়েছে, থাইল্যান্ডের ব্যাংককে সামিটিজ হাসপাতালে সোয়া ১২টার দিকে মারা যান তিনি।
বুধবার (৭ ফেব্রুয়ারি) গুলশানের আজাদ মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তার জন্মস্থান লক্ষ্মীপুরে দ্বিতীয় জানাজা হবে। সেখানেই তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।
পেশা জীবনে মোহাব্বত উল্ল্যাহ নিপ্পন টেলিভিশন ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা ছিলেন। এছাড়া বহুদিন বাংলাদেশ টিভি ম্যানুফেকচারর্সের প্রতিষ্ঠাতা সভাপতির দায়িত্বও পালন করেন তিনি।
মোহাব্বত উল্ল্যাহর মৃত্যুতে শোক জানিয়েছেন এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম।