হোম অন্যান্যস্বাস্থ্য স্বল্প খরচে বিএসএমএমইউতে সফলভাবে বোন ম্যারো প্রতিস্থাপন

স্বল্প খরচে বিএসএমএমইউতে সফলভাবে বোন ম্যারো প্রতিস্থাপন

কর্তৃক Editor
০ মন্তব্য 77 ভিউজ

স্বাস্থ্য ডেস্ক:

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেছেন, উদ্বোধনের এক মাসের মধ্যেই এক রোগীর সফলভাবে বোন ম্যারো প্রতিস্থাপন করা হয়েছে। এতে খরচ হয়েছে মাত্র ৩ লাখ টাকা। তাই বিদেশ নয়, দেশেই রক্ত রোগের সকল উন্নত চিকিৎসার ব্যবস্থার লক্ষ্যেই কাজ করা হচ্ছে।

সোমবার (০৫ ফেব্রুয়ারি) বিএসএমএমইউয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সব ইউনিট বিএসএমএমইউতে সংযোজন করা হচ্ছে জানিয়ে উপাচার্য আরও বলেন, দেশে রক্তরোগের চিকিৎসায় মাইলফলক নতুন বোন ম্যারো প্রতিস্থাপন ইউনিট। এখানে অল্প খরচে সফলভাবে বোন ম্যারো প্রতিস্থাপন করা হয়েছে। তাই বিদেশ নয়, দেশেই রক্ত রোগের সকল উন্নত চিকিৎসার ব্যবস্থার লক্ষ্যেই কাজ করা হচ্ছে।

উদ্বোধনের এক মাসের মধ্যেই সফলভাবে বোন ম্যারো প্রতিস্থাপন করল বিএসএমএমইউ ট্রান্সপ্লান্টেশন ইউনিট। এতে খরচ হয়েছে মাত্র ৩ লাখ টাকা। নতুন এই ইউনিট সংশ্লিষ্টরা জানান, সকল সুযোগ সুবিধা নিশ্চিত করা গেলে প্রতি মাসে অন্তত ৫ জন রোগীর বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশনে সক্ষম হবেন তারা।

৪ মাস আগে রক্তের ক্যান্সার হিসেবে পরিচিত মাল্টিপোলমাইলামা জটিল রোগ নিয়ে এ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন নারায়ণগঞ্জের এনামুল হক নামে এক ব্যক্তি। অবস্থার অবনতি হলে তার শরীরে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশনের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। পরে হেমাটোলজি বিভাগের তত্ত্বাবধানে শুরু হয় শরীরে স্টেম সেল চিকিৎসা। পরে রোগীর নিকট আত্মীয়ের শরীর থেকে সুস্থ রক্তের কোষ নিয়ে প্রতিস্থাপন করা হয় তার শরীরে। অপারেশনের মাত্র ১৮ দিনেই সুস্থ হয়ে ওঠেন এনামুল।

সংবাদ সম্মেলনে জানানো হয় চলতি বছর জানুয়ারির ১ তারিখ যাত্রা শুরু করে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন ইউনিট। তারমধ্যে এ সাফল্য তারা পেয়েছে। সোমবার এনিয়ে সংবাদ সম্মেলন করে হেমাটোলজি বিভাগ। জানানো হয় মাত্র ৩ লাখ ২২ হাজার টাকায় সফল বোন ম্যারো প্রতিস্থাপন করেছেন তারা। সব সুবিধা নিশ্চিত করা গেলে মাসে অন্তত ৫ জন রোগীর চিকিৎসা দেয়া সম্ভব।

এর আগে ২০১৮ সালেও সফলভাবে বোন ম্যারে প্রতিস্থাপন করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন