হোম অর্থ ও বাণিজ্য হিলি স্থলবন্দরে আলু আমদানি শুরু, কমেছে দাম

হিলি স্থলবন্দরে আলু আমদানি শুরু, কমেছে দাম

কর্তৃক Editor
০ মন্তব্য 59 ভিউজ

বাণিজ্য ডেস্ক:

দেড় মাস বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানি শুরু হয়েছে।

শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরের পর আলু বোঝাই একটি ট্রাক ভারত থেকে বাংলাদেশে প্রবেশের মধ্য দিয়ে আলু আমদানি শুরু হয়। এ আলুগুলো মুক্তা এন্টার প্রাইজ নামে এক আমদানিকারক প্রতিষ্ঠান ১৫০ মার্কিন ডলারে ভারত থেকে আমদানি করছে।

এদিকে আলু আমদানির খবরে বন্দরে আসতে শুরু করেছে পাইকারী ব্যবসায়ীরা। দীর্ঘদিন দিন পর আলু আমদানি হওয়ায় খুশি বন্দরের শ্রমিকসহ ব্যবসায়ীরা।

আমদানিকারকের প্রতিনিধি ইফতেখার বাবু বলেন, ‘দেশের বাজারে আলুর দাম সহনীয় পর্যায়ে রাখতে সরকার আলু আমদানির অনুমতি দেয়। ইতিমধ্যে আমরা এলসি করেছি আজকে প্রথম আমাদের আমদানিকারক প্রতিষ্ঠানের ৩ গাড়ি আলু আমদানি হয়েছে। আরও আলু ভারতে পাইপ লাইনে রয়েছে। তবে সরকারের কাছে আমাদের আবেদন আলু আমদানিতে যে শুল্ক দিতে হয়। সে শুল্ক প্রত্যাহার করলে আলু কম দামে বিক্রি করা সম্ভব হবে।’

হিলিস্থল বন্দরের উদ্ভিদ সংঘ নিরোধের কর্মকর্তা মো. ইউসুফ আলী জানান, সরকার আলু আমদানির অনুমতি দেওয়ার পর হিলি স্থল বন্দর থেকে ৫২ জন আমদানিকারক আইপির জন্য আবেদন করেছে। ইতিমধ্যে ৩২ হাজার মেট্রিক টন আলু আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। হিলি কাস্টমসের তথ্যমতে, বিকেল ৪টা পর্যন্ত ভারতীয় ৩টি ট্রাকে ৭৫ মেট্রিক টন আলু আমদানি হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন