হোম অন্যান্যসারাদেশ আশাশুনিতে প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব হুসাইন মোহাম্মাদ এরশাদের ১ম মৃত্যুবার্ষিকী পালিত

আশাশুনিতে প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব হুসাইন মোহাম্মাদ এরশাদের ১ম মৃত্যুবার্ষিকী পালিত

কর্তৃক
০ মন্তব্য 133 ভিউজ

এম,এম সাহেব আলী, আশাশুনি প্রতিনিধি:

প্রয়াত রাষ্ট্রপতি জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব হুসাইন মোঃ এরশাদের ১ম মৃত্যুবার্ষিকীতে সামাজিক দূরত্ব বজায় রেখে আলোচনা সভা, দোয়া মাহফিল ও গাছের চারা রোপণ করা হয়েছে। উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে উপজেলা জাতীয় পার্টির সভাপতি রুহুল আমিন এর সভাপতিত্বে বিকালে দলীয় কার্যালয়ে উক্ত সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা জাপা’র সাধারণ সম্পাদক ইয়াহিয়া ইকবাল এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন আশাশুনি উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি মোল্যা রফিকুল ইসলাম, খুলনা সদর উপজেলা স্বেচ্ছাসেবক-লীগের সাধারণ সম্পাদক হোসেনুজ্জামান হোসেন, উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ সভাপতি নুরুল হুদা, সহ সভাপতি সাজ্জাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আবুল বাশার, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, ধর্ম বিষয়ক সম্পাদক সাবেক ইউ, পি সদস্য আব্দুর রহিম, যুগ্ম ধর্ম বিষয়ক সম্পাদক আবুল কাশেম, শিক্ষা বিষয়ক সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, সমাজ কল্যান সম্পাদক মোসলেম উদ্দীন, ক্রীড়া সম্পাদক জাকির হোসেন, প্রচার সম্পাদক রুহুল আমিন, উপজলা যুব সংহতির সভাপতি রফিকুল ইসলাম, জাপা নেতা মোসলেম উদ্দীন, সাজ্জাদ হোসেন, হোসেন আলী, নজরুল ইসলাম, হোসোন গাজী, হযরত আলী, মন্টু, আব্দুর রউফ, কুদ্দুস গাজী, আকবর আলী, আরজান আলী, শোভনালী ইউনিয়ন জাপা সভাপতি গোলাম মোস্তফা, শ্রীউলা ইউনিয়ন জাপা সভাপতি সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন জাপার সভাপতি/সম্পাদকবৃন্দ এবং জাতীয় ছাত্র সমাজ নেতা মেহেদী, খায়রুজ্জামান পাপ্পু, আবুল খায়ের, আব্দুল্লাহ, জোবায়ের, জান্নাতুল নাঈম, মহিত সহ জাতীয় যুব সংহতি ও অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীবৃন্দ। আলোচনা সভা শেষে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা মরহুম প্রেসিডেন্ট এইচ,এম এরশাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয় ও তাবারক বিতরণ করা হয়। এর আগে আশাশুনি হাফিজিয়া মাদরাসায় নেতৃবৃন্দ ফলদ গাছ রোপণ করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন