হোম খুলনাযশোর কেশবপুরে স্বামী বিবেকানন্দের ১৬২তম জন্মতিথি পালিত

কেশবপুরে স্বামী বিবেকানন্দের ১৬২তম জন্মতিথি পালিত

কর্তৃক Editor
০ মন্তব্য 119 ভিউজ

পরেশ দেবনাথ, ভ্রাম্যমান প্রতিনিধি :

বিবেকানন্দ শিক্ষা ও সাংস্কৃতি পরিষদ কেশবপুর শাখার আয়োজনে এবং অশোকা এন্ড বিমল দে ফাউন্ডেশন, লন্ডন-এর সহযোগিতায় স্বামী বিবেকানন্দ-এর ১৬২ তম জন্মতিথি উৎসব উপলক্ষে রামকৃষ্ণ সেবাশ্রম মজিদপুরে শুক্রবার (২ ফেব্রুয়ারী) দিনভর সুন্দর ও বর্ণাঢ্য আয়োজনে শিক্ষাবৃত্তি প্রদান প্রতিযোগিতায় ছিল, প্রাকৃতিক দৃশ্য চিত্রাংকন, অর্থসহ শ্রীশ্রী গীতা পাঠ, ভক্তিগীতি, অঞ্জলি, অর্ঘ্য প্রদান, হোম, কথামৃত েও সদগ্রন্থাদি থেকে পাঠ, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ।

মজিদপুর রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি তপন কুমার ঘোষ-এর সভাপতিত্বে ও পলাশ সিংহ-এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, তপন কুমার ঘোষ।

বক্তব্য রাখেন, মজিদপুর রামকৃষ্ণ সেবাশ্রমের সাধারণ সম্পাদক কালীপদ পাল, সদস্য সম্ভুনাথ বসু, প্রনব দাস, প্রভাষক কুন্তল বিশ্বাস, গীতা রাণী পাল, বিবেকানন্দ শিক্ষা ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি অচিন্ত সেন, সাধারণ সম্পাদক কুমার জ্যোতি বিশ্বাস, রামকৃষ্ণ সেবাশ্রমের পুজারী বাসুদেব গোস্বামী প্রমূখ।

বিচারকমণ্ডলীদের মধ্যে ছিলেন, মনোজ হালদার, আনন্দ মোহন মালাকার ও শংকর দেবনাথ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন