হোম অর্থ ও বাণিজ্য গ্যাস সংকটের সমাধান ও প্রণোদনা বহালের দাবি পোশাক খাতের উদ্যোক্তাদের

গ্যাস সংকটের সমাধান ও প্রণোদনা বহালের দাবি পোশাক খাতের উদ্যোক্তাদের

কর্তৃক Editor
০ মন্তব্য 74 ভিউজ

বাণিজ্য ডেস্ক:

দেশের রফতানিমুখী পোশাক খাতসংশ্লিষ্ট কারখানাগুলো বর্তমানে তীব্র গ্যাস সঙ্কটে আক্রান্ত উল্লেখ করে শিগগিরই শিল্প কারখানায় গ্যাসের এই সরবরাহ সঙ্কট অবসানে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দেশের পোশাক রফতানিকারক ও টেক্সটাইল খাতের উদ্যোক্তারা।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত ঢাকা ইন্টারন্যাশনাল টেক্সটাইল গার্মেন্টস মেশিনারি এক্সিবিশনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় এই দাবি জানান ব্যবসায়ীরা।

বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আলী খোকন বলেন, দেশের অভ্যন্তরীণ কাপড়ের চাহিদার প্রায় শতভাগ পূরণের পাশাপাশি রফতানিমুখী তৈরি পোশাকের কাপড়েরও উল্লেখযোগ্য যোগান দেয় দেশে টেক্সটাইল কারখানাগুলো। কিন্তু গ্যাস সংকটের কারণে এই খাত চ্যালেঞ্জের মুখোমুখি।

গ্যাস সঙ্কট সমাধানে সরকারকে দ্রুত ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়ে খোকন বলেন, পোশাক খাতে দেয়া সরকারি প্রণোদনা হ্রাসের সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে।

বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে অতীতে দেয়া প্রণোদনা সুবিধার কারণেই দেশের টেক্সটাইল ও নিটওয়্যার খাতের রফতানি আজকের শক্তিশালী অবস্থানে এসেছে। তবে এ খাতে প্রণোদনা হ্রাসের সরকারের নেয়া সাম্প্রতিক সিদ্ধান্তে হতাশ ব্যবসায়ীরা। প্রণোদনা পুনর্বহাল করতে হবে।

ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, ব্যবসায়ীদের সুযোগ সুবিধার প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তরিক। প্রণোদনার ব্যাপারে ব্যবসায়ীদের বক্তব্য শুনতে প্রধানমন্ত্রী তাদের সঙ্গে সাক্ষাতের আগ্রহের কথা জানিয়েছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন