হোম অর্থ ও বাণিজ্য মেগাসিটি ঢাকা ‘মেগা সর্বনাশে’ পরিণত হচ্ছে: বিআইপি সভাপতি

মেগাসিটি ঢাকা ‘মেগা সর্বনাশে’ পরিণত হচ্ছে: বিআইপি সভাপতি

কর্তৃক Editor
০ মন্তব্য 83 ভিউজ

বাণিজ্য ডেস্ক:

বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) সভাপতি আদিল মুহাম্মদ খান বলেছেন, রাজধানী শহর ঢাকা দিনকে দিন মেগাসিটি থেকে পরিকল্পনার অভাবে মেগা সর্বনাশে রূপ নিচ্ছে।

সম্প্রতি বিআইপি আয়োজিত পরিকল্পনাবিদ ড. তসলীম শাকুর ও স্থপতি ড. শায়ের গফুর সম্পাদিত ‘মেগাসিটি অব দ্য গ্লোবাল সাউথ’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ঢাকার চলমান রূপান্তর প্রসঙ্গে আদিল মুহাম্মদ খান বলেন, ‘ঢাকার জনসংখ্যা, ঘনত্ব, বসবাসযোগ্যতার দৈনিক বিবর্তন ঘটছে। মেগাসিটি শুধু প্রান্তিক জনগণের জন্য নয়, বরং সবার জন্য একটি মেগা সর্বনাশে রূপান্তর হচ্ছে।’

শুধু মেগাসিটি করলেই হবে না, কীভাবে পরিকল্পিতভাবে মেগাসিটির সুবিধাভোগী সবাই হতে পারে সে প্রসঙ্গে আদিল বলেন, আমরা গ্রাম থেকে শহরে এ রকম মেগাসিটি দেখতে এসেছিলাম কি না। এই প্রশ্ন আমাদের সবাইকেই উপলব্ধি করতে হবে। সাংস্কৃতিক গ্রহণযোগ্যতার পাশাপাশি দেশের পরিপ্রেক্ষিতে নির্ণায়ক খুঁজে বের করতে হবে। মেগাসিটি তৈরি করতে গিয়ে সেখানের মানুষ, প্রকৃতি হারিয়ে যাচ্ছে কি না, এসব বিষয় আমাদের লক্ষ্য করতে হবে।

ঢাকার আজিমপুরের প্রসঙ্গ টেনে আদিল বলেন, আজিমপুর কলোনিতে মেগাসিটির ডিমান্ড পূরণ করতে গিয়ে এমন একটি অবস্থা করে ফেলেছি, যেখানে বসবাসযোগ্যতা হারিয়ে গেছে। বাংলাদেশের পরিকল্পনাকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার জন্য একটি মন্ত্রণালয় গঠন করার জন্য সবার এডভ্যোকেসি আহ্বান করেন আদিল।

অনুষ্ঠানে ঢাকার পূর্বাচলের উদহারণ টেনে বিআইপি’র সাবেক সভাপতি পরিকল্পনাবিদ মোহাম্মদ ফজলে রেজা সুমন বলেন, পূর্বাচলের ডিজাইন পপুলেশন ২৫ লাখ। এই নকশাটি করা হয়েছিল ৯০ দশকের দিকে, পরবর্তীতে ২০০১ এর দিকে তা প্রচলিত হয়। ২০০৬ এ যখন নতুন বিধি প্রণয়ন হয়, সে বিধি অনুযায়ী ওই এলাকার পুরো জনসংখ্যা দাঁড়ায় ৩৫ লাখ। ২০০৭ এর সংশোধনীর পর জনসংখ্যা দাঁড়ায় ৮০ লাখে। আমরা পেশাজীবীরা আসলে পরিকল্পনাগুলোকে নষ্ট করছি, সাধারণ মানুষ নয়।

বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) সভাপতি পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর গবেষণা কেন্দ্রের সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম।

এছাড়া অনুষ্ঠানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন পরিকল্পনাবিদ অধ্যাপক ড. ইশরাত ইসলাম, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) উপদেষ্টা পরিষদের আহ্বায়ক পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আকতার মাহমুদ এবং সাবেক সভাপতি পরিকল্পনাবিদ মোহাম্মদ ফজলে রেজা সুমন বিশিষ্ট আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) সাধারণ সম্পাদক পরিকল্পনাবিদ শেখ মুহম্মদ মেহেদী আহসান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন