হোম খেলাধুলা আরও এক মেয়াদে এশিয়ান ক্রিকেটের প্রধান জয় শাহ

আরও এক মেয়াদে এশিয়ান ক্রিকেটের প্রধান জয় শাহ

কর্তৃক Editor
০ মন্তব্য 117 ভিউজ

স্পোর্টস ডেস্ক:

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রেসিডেন্ট পদে বহাল থাকছেন ভারতের জয় শাহ। দুই মেয়াদে এসিসির প্রধানের পদ সামলানো জয় এবার টানা তৃতীয়বারের মতো এই দায়িত্ব পেতে যাচ্ছেন।

আজ বুধবার (৩১ জানুয়ারি) এসিসির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সদস্যদেশগুলোর সর্বসম্মতিক্রমে আগামী এক বছরের জন্য মেয়াদ বাড়ানো হয়েছে তার। এসিসির প্রধানের পদ ছাড়াও গপ্ত চার বছর ধরে জয় শাহ ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিবের দায়িত্বও পালন করে আসছেন।

এসিসির বিবৃতিতে জানানো হয়েছে, এজিএমে সভাপতি পদে জয় শাহর নাম প্রস্তাব করেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের প্রধান শাম্মি সিলভা। তার প্রস্তাবে বাকি সদস্যরা সম্মতি দেন। ফলে সর্বসম্মতিক্রমে তৃতীয়বার এসিসি প্রেসিডেন্ট নির্বাচিত হন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এই সচিব। তার আগে সবশেষ এশিয়া মহাদেশের এই সর্বোচ্চ ক্রিকেট সংস্থার প্রধান ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

২০২১ সালের জানুয়ারিতে প্রথমবারের মতো এসিসির প্রেসিডেন্ট হন জয় শাহ। তিনিই এই সংস্থার সবচেয়ে কম বয়সী প্রধান। ওই পদে বর্তমানে তার দ্বিতীয় মেয়াদকাল চলছে। এবার তৃতীয় মেয়াদেও দায়িত্ব পেলেন তিনি।

এসিসির পূর্ণ সদস্যদেশগুলো থেকে চক্রাকারে একজন প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে থাকেন। পরবর্তী চক্রে প্রেসিডেন্ট হওয়ার কথা শ্রীলঙ্কা থেকে।

জয় শাহ পুনরায় সভাপতি নির্বাচিত হওয়ায় এসিসিতে ভারতের প্রভাব আরও বাড়বে বলে মনে করেন অনেকেই। গত বছর এশিয়া কাপ আয়োজন নিয়ে জটিলতা দেখা দেয়, যার নেপথ্যে জয় শাহ ছিলেন বলে গুঞ্জন শোনা যায়। শেষ পর্যন্ত হাইব্রিড মডেলে সেই টুর্নামেন্ট পাকিস্তানের পাশাপাশি শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হয়। ২০২৫ সালে পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হওয়ার কথা। সে টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা আরও বাড়ল।

বর্তমানে এসিসির সদস্যসংখ্যা ২৫। এর মধ্যে টেস্ট খেলুড়ে পাঁচ দেশ বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান পূর্ণ সদস্য।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন