হোম খেলাধুলা বার্সার কোচ হওয়ার গুঞ্জনে ক্ষোভ ঝাড়লেন আর্তেতা

বার্সার কোচ হওয়ার গুঞ্জনে ক্ষোভ ঝাড়লেন আর্তেতা

কর্তৃক Editor
০ মন্তব্য 95 ভিউজ

স্পোর্টস ডেস্ক:

জাভি হার্নান্দেজের পরে বার্সেলোনা কোচ হওয়ার গুঞ্জন উড়িয়ে দিয়েছেন আর্সেনাল বস মিকেল আর্তেতা। সম্প্রতি স্প্যানিশ বেশ কয়েকটি সংবাদমাধ্যমে এ নিয়ে প্রচার করা সংবাদকে মিথ্যে বলে দাবি করেছেন এই কোচ। কোনো যৌক্তিক সূত্র ছাড়াই এমন সংবাদ করা নিয়ে অসন্তোষও প্রকাশ করেছেন আর্সেনাল বস।

প্রথমে লিভাপুলের ইয়ুর্গেন ক্লপ, এর পরদিনই জাভি হার্নান্দেজের বার্সেলোনা ছাড়ার ঘোষণা। ইউরোপিয়ান দুই টপ ক্লাবের কোচ বিদায়ের বার্তা দেয়ার পর নড়েচড়ে বসে ফুটবল প্রেমীরা। এরপরই শুরু হয় নানা গুঞ্জন। জাভি পরবর্তী সময়ে, কে নেবেন কাতালান শিবিরের দায়িত্ব, তাই নিয়েই আলোচনাটা বেশি হচ্ছে। এরই মধ্যে গুঞ্জন, আর্সেনাল বস মিকেল আর্তেতা পূরণ করবেন জাভির শূন্যতা।

এমন খবর প্রকাশ করে স্প্যানিশ বেশ কয়েকটি সংবাদমাধ্যম। তবে, এমন সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন আর্তেতা। কোনো সুত্র ছাড়াই এমন সংবাদ প্রচার করা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন গানার বস।

আর্সেনালের কোচ মিকেল আর্তেতা বলেন, ‘আপনারা যেই সংবাদটা পড়েছেন, আমি জানি না সেটা কোথা থেকে এসেছে, এটা সম্পূর্ণ মিথ্যে। আমি এ নিয়ে সত্যিই খুব বিরক্ত। সংবাদে কোনো সুত্র ছিলো না। খবরটা নিজেও বিশ্বাস করতে পারছিলাম না। আমি মনে করি, আপনি যখন ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে কথা বলবেন অবশ্যই তখন সতর্ক থাকতে হবে।’

খেলোয়াড়ি জীবন শেষ করে ২০১৯ সালে আর্সেনালে যোগ দেন মিকেল আর্তেতা। দায়িত্ব নেয়ার প্রথম বছরেই গানারদের এফএ কাপ জেতান এই স্প্যানিয়ার্ড। তবে, এতেও সন্তুষ্ট নন আর্তেতা। আর্সেনালকে এখনো অনেক কিছু দেয়া বাকি আছে বলে জানান তিনি।

আর্তেতা বলেন, ‘আমি একদম সঠিক জায়গায় আছি, ঠিক মানুষদের সঙ্গে আছি। এই সম্পর্কে সত্যিই আমি খুব ভালো অনুভব করছি। আমি আগেও অনেকবার বলেছি, এই ক্লাবের ফুটবলার, স্টাফদের সঙ্গে আমার খুবই ভালো একটা সময় কাটছে। ক্লাবের জন্য এখনো অনেক কিছু করার বাকি। আমি ক্লাবকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে চাই।’

এদিকে, আগামী মৌসুমেই আর্সেনালের সঙ্গে চুক্তির মেয়াদ ফুরোচ্ছে মিকেল আর্তেতার। এখনো তার নতুন চুক্তি নিয়ে কোন আলোচনা না হওয়ায়, তার ক্লাব ছাড়া নিয়ে গুঞ্জন ক্রমশ তীব্র হচ্ছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন