হোম খেলাধুলা অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ: ব্যাকফুটে থাকা বাংলাদেশ সুযোগ কাজে লাগাতে চায়

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ: ব্যাকফুটে থাকা বাংলাদেশ সুযোগ কাজে লাগাতে চায়

কর্তৃক Editor
০ মন্তব্য 82 ভিউজ

স্পোর্টস ডেস্ক:

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে সুপার সিক্সের ম্যাচে মাঠে নামার অপেক্ষায় বাংলাদেশ। সেমিফাইনালে উঠতে হলে কঠিন সমীকরণ অপেক্ষা করছে বাংলাদেশের জন্য। সুপার সিক্স রাউন্ডে নেপাল-পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের দুটিতে জিতলেও নিশ্চয়তা নেই শেষ চারে জায়গা পাবার। নিজেদের তো জিততে হবেই, পাশাপশি তাকিয়ে থাকতে হবে প্রতিপক্ষ দলগুলোর দিকেও। তবে এসব সমীকরণের চিন্তা দূরে সরিয়ে রেখে সুযোগগুলো কাজে লাগানোর কথা ভাবছে জুনিয়র টাইগাররা।

যুব বিশ্বকাপের গ্রুপ পর্বে তিন ম্যাচের দুটিতেই জয় পেয়েছে মাহফুজুর রহমান রাব্বির দল। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে ম্যাচটা বাদ দিলে, বাকি দুই ম্যাচে প্রত্যাশিত পারফরম্যান্সই করেছে রাব্বিরা। তবুও, স্বস্তিতে থাকার সুযোগ নেই সেমির সমীকরণ নিয়ে।

সেমিফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ নেপাল। আগামীকাল বুধবার (৩০ জানুয়ারি) মাঙ্গাউয়াং ওভালে দুপুর ২টায় নেপালের বিপক্ষে মাঠে নাম্বে বাংলাদেশ। ম্যাচটি জিতে সুপার সিক্সে শুভসূচনা করতে চান বাংলাদেশের অধিনায়ক মাহফুজ রাব্বি। তবে ম্যাচের ফল নিয়ে খুব একটা ভাবছেন না তিনি।

রাব্বি বলেন, ‘আমরা আসলে আমাদের প্রসেসটাই মেন্টেইন করতে চাচ্ছি। রেজাল্ট নিয়ে খুব বেশি চিন্তা করছি না। যে দুইটা ম্যাচ আছে আমরা চেষ্টা করব মম্যাচ বাই ম্যাচ আগাতে। নেপালের বিপক্ষে আমরা আমাদের নরমাল প্রসেসটাই মেন্টেইন করতে চাই। আর পাকিস্তানের সঙ্গে আমাদের লাস্ট ম্যাচ, ওটা নিয়ে ভাবার আরও সময় আছে। আমরা তাই নেপালকে নিয়েই চিন্তা করছি। পরের ম্যাচটা আমরা প্রসেস বাই প্রসেস আগাবো। আমাদের স্যাররা আছেন, তারা যেভাবে নির্দেশনা দেবেন তা মেন্টেইন করব।’

গ্রুপ রানার্স আপ হয়ে সুপার সিক্স নিশ্চিত করেছে বাংলাদেশ। চার গ্রুপের ১৬ দল থেকে, দুই ভাগে যেখানে সুযোগ পেয়েছে ১২ দল। টাইগার যুবারা সেখানে আছে গ্রুপ ওয়ানে।

গ্রুপ ওয়ানে বাংলাদেশ, ভারত-আয়ারল্যান্ড বাদে, জায়গা পেয়েছে ডি গ্রুপের তিন দল পাকিস্তান, নিউজিল্যান্ড ও নেপাল। ভারত-আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ পর্বের খেলা পয়েন্ট ও নেট রান রেট যোগ হবে সুপার সিক্স রাউন্ডে। গ্রুপ পর্ব পার করতে না পারা যুক্তরাষ্ট্রের সঙ্গে পাওয়া জয় বা পয়েন্ট তাই, অর্থহীন এখানে। সুপার সিক্সে নিজেরা তাই কিছুটা ব্যাকফুটে আছেন বলে মনে করছেন রাব্বি।

বাংলাদেশ অধিনায়ক রাব্বি বলেন, ‘এই ফরম্যাটটা আসলে কিছুটা জটিল। এ জন্য আমরা ব্যাকফুটে থেকে শুরু করেছি। আসলে আমরা ওই জিনিসগুলো নিয়ে চিন্তা করছি না। আমরা আমাদের স্বাভাবিক ভাবনা নিয়েই ম্যাচগুলো খেলতে যাচ্ছি। দিনশেষে আমাদের দুটি ম্যাচ আছে, এগুলো জিততেই হবে। শেষে কী হয় সেটা তখনকার ব্যাপার। আমরা যথাসম্ভব চেষ্টা করব যে সুযোগগুলো আসবে, সেগুলো যথাসম্ভব নিজেদের আয়ত্বে নিয়ে আসার।’

টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজিত পাকিস্তান। তাদের বিপক্ষে বাংলাদেশের পরিসংখ্যানটা স্বস্তির নয়। গত বছর ঘরের মাঠে ৫ ম্যাচের সিরিজে ৪-১ ব্যবধানে হারে টাইগার যুবারা। যদিও পরিসংখ্যান কিংবা শক্তিমত্তার হিসেব-নিকেশ যাই হোক না কেন, সেমির দৌড়ে টিকে থাকতে, নেপাল-পাকিস্তানকে হারানোর পাশাপাশি, নেট রান রেটের দিকেও তাকিয়ে থাকতে হবে। পাশাপাশি, নিউজিল্যান্ডকেও দুই ম্যাচের অন্তত একটিতে হারতে হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন