হোম রাজনীতি সংসদে গিয়ে এখন যে সুযোগ কাজে লাগাতে চান সৈয়দ ইবরাহিম

সংসদে গিয়ে এখন যে সুযোগ কাজে লাগাতে চান সৈয়দ ইবরাহিম

কর্তৃক Editor
০ মন্তব্য 91 ভিউজ

রাজনীতি ডেস্ক:

নতুন সরকারের প্রথম সংসদ অধিবেশনে যোগ দিয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্য বাংলাদেশ কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম। মঙ্গলবার বিকেল ৩টায় সংসদ অধিবশেন শুরু হয়। তার আগে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি।

সৈয়দ মুহাম্মদ ইবরাহিম তার অভিব্যক্তি প্রকাশ করে বলেন, প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি তার ভাষণে দিকনির্দেশনা দেবেন। রাষ্ট্রের অবস্থান, সরকারের অবস্থান আন্তর্জাতিক পরিমন্ডলে তুলে ধরবেন। আমি আমার ব্যক্তিগত অনুধাবনে তা বাস্তবতার সাথে মিলিয়ে নেব।

‘এরপর আমার যখন বক্তব্য দেয়ার সুযোগ আসবে তখন আমি আমার ব্রত, আমার ইচ্ছা, আমার ওয়াদা, আমার সংকল্প- যে কথাগুলো জনগণের পক্ষে বলার জন্য সুযোগ খুঁজছিলাম, সেই সুযোগ আমি অবশ্যই কাজে লাগাবো’, যোগ করেন তিনি।

এর আগে সরকারবিরোধী আন্দোলন করে আসা বাংলাদেশ কল্যাণ পার্টি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটগতভাবে অংশ নেয়। হঠাৎ কেন মত বদলে নির্বাচনে গেলেন সে ব্যাপারে সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেছিলেন, ‘‘আমি এবং আমার নেতাকর্মীরা কষ্ট করে রাজনীতিটাকে টিকিয়ে রেখেছি। আমাদের টিকে থাকার একটা সীমা আছে। সেই সীমা আমরা ধরে রেখেছি। কিন্তু আমার এই মুহূর্তে রাজনৈতিক অক্ষমতা হচ্ছে, আর তো পেরে উঠছি না এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করে। এটা একটা সুনির্দিষ্ট অবস্থানে এসে দাঁড়িয়েছে ২৮ অক্টোবরের পরে। আমাকে একটা সিদ্ধান্ত নিতে হবে, আমি কি নিশ্চুপ থাকব নাকি একটা বিকল্প পন্থা অবলম্বন করব।’ আমি বিকল্প পন্থা নিলাম, এই মর্মে যে আমি যে, কথাগুলো বলার চেষ্টা করি, সেটা সংসদে বলব।”

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম ১৪ দলীয় জোটের প্রার্থী হয়ে স্বতন্ত্র প্রার্থী সংসদ সদস্য জাফর আলমকে পরাজিত করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন