হোম অন্যান্যসারাদেশ কাদাকাটিতে করোনা রোগির বাড়ি লকডাউন

কাদাকাটিতে করোনা রোগির বাড়ি লকডাউন

কর্তৃক
০ মন্তব্য 120 ভিউজ

এম এম সাহেব আলী আশাশুনি প্রতিনিধি:
আশাশুনি উপজেলার কাঁদাকাটিতে এক করোনা পজিটিভ রোগির বাড়ি লকডাউন করা হয়েছে। মঙ্গলবার রোগির বাড়ি সরকারি ভাবে লকডাউন করা হয়।

কাঁদাকাটি ইউনিয়নের দুই নাম্বার ওয়ার্ডের (কাঁদাকাটি গ্রাম) অনন্ত ঠাকুরের পুত্র রুইদাস ঠাকুর ঢাকায় পড়ালেখা করে। স্থানীয় সূত্রে জানাগেছে, তার ঢাকায় করোনা ধরা পড়লে চিকিৎসা গ্রহনের এক পর্যায়ে ঢাকা থেকে পালিয়ে কয়েকদিন আগে পরিবারের লোকজন তাকে বাড়িতে আনে। এলাকার সাধারণ মানুষ করোনা আতঙ্কে পড়লে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজাকে অবহিত করা হয়। তিনি ইউপি চেয়ারম্যান দীপঙ্কর কুমার সরকারকে ব্যবস্থা নিতে বললে গ্রাম পুলিশ পাঠিয়ে তাদের বাড়ি লকডাউন ঘোষণা করা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন