আন্তর্জাতিক ডেস্ক:
ফ্রান্সের রাজধানী প্যারিসের ল্যুভর মিউজিয়ামে মোনালিসা চিত্রকর্মের ওপর আবারও হামলা চালানো হয়েছে। এবার স্যুপ নিক্ষেপ করেছেন বিক্ষোভকারীরা। তবে চিত্রকর্মটি গ্লাস দিয়ে ঢাকা থাকায় এর কোনো ক্ষতি হয়নি। এর আগে ২০২২ সালে এর ওপর কেক ছোঁড়া হয়।
মোনালিসা ১৬ শতকে চিত্রশিল্পী লিওনার্দো দ্য ভিঞ্চির আঁকা বিখ্যাত চিত্রকর্মগুলোর একটি। মধ্য প্যারিসে ল্যুভর মিউজিয়ামে সংরক্ষিত রয়েছে এটি। চিত্রকর্মটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত।
বিবিসির প্রতিবেদন মতে, প্যারিসে কৃষক বিক্ষোভের মধ্যে রোববার (২৮ জানুয়ারি) বিক্ষোভকারীরা জাদুঘরের ভেতরে প্রবেশ করে চিত্রকর্মটির ওপর স্যুপ ছুড়ে মারেন।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, টি-শার্ট পরা দুই নারী বিক্ষোভকারী চিত্রকর্মটিতে স্যুপ ছুড়ে মারছেন।
এরপর এর সামনে দাঁড়িয়ে তারা বলতে থাকেন, আমাদের স্বাস্থ্যকর ও ভালো খাবারের অধিকার চাই। কোনটা বেশি গুরুত্বপূর্ণ? শিল্পকর্ম না কি স্বাস্থ্যকর খাবার?
তারা আরও বলেন, তোমাদের কৃষি ব্যবস্থা অসুস্থ হয়ে পড়েছে। আমাদের কৃষকরা কর্মক্ষেত্রে মারা যাচ্ছে।
এরপর মিউজিয়ামের নিরাপত্তাকর্মীরা বিক্ষোভকারীদের সামনে কালো কাপড়ের পর্দা টানিয়ে দেন এবং চিত্রকর্মটির কক্ষ থেকে লোকজনকে সরিয়ে দেন। চিত্রকর্মের স্যুপ ছোড়ার ঘটনায় দায় স্বীকার করেছে রিপোস্ত অ্যালিমেনতেয়া (ফুড কাউন্টারঅ্যাটাক) নামের একটি পরিবেশ সংরক্ষণবাদী সংগঠন।
এক্স-এ পোস্ট করা এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, তাদের এই প্রতিবাদ ‘খাদ্যকে সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় একীভূত করার’ প্রচেষ্টার অংশ। সেই সঙ্গে সংগঠনটি খাদ্যখাতে খরচের জন্য নাগরিকদের প্রতি মাসে অন্তত ১৫০ ডলার মূল্যের একটি ‘ফুড কার্ড’ দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।
ফ্রান্সের রাজধানীতে বেশ কিছুদিন ধরে বিক্ষোভ করছেন দেশটির শত শত কৃষক। জ্বালানি ব্যয় কমানো এবং কৃষি আইন শিথিল করার আহ্বান জানাচ্ছেন তারা। গত শুক্রবার (২৬ জানুয়ারি) প্যারিস ও এর উপকণ্ঠের প্রধান প্রধান রাস্তাগুলোতে যান চলাচলে বাধা দেন কৃষকরা।
এদিকে ল্যুভর মিউজিয়াম কর্তৃপক্ষ বলেছে, রিপোস্ত অ্যালিমেতেয়া নামের একটি সংগঠনের দুই সদস্য মোনালিসার ওপর মিষ্টি কুমড়ার স্যুপ ছুড়ে মেরেছেন। তবে চিত্রকর্মের কোনো ক্ষতি হয়নি। এ ঘটনায় পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করা হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।
অবশ্য মোনালিসার ওপর হামলা এটাই প্রথম নয়। এর আগে সবশেষ ২০২২ সালে এক পরিবেশবাদী আন্দোলনকারী এর ওপর কেক ছুড়ে মারেন। এ সময় তিনি বিশ্বনেতাদের প্রতি পৃথিবী নিয়ে ভাবার আহ্বান জানান।
এর আগে এখন থেকে প্রায় সাত দশক আগে অর্থাৎ ১৯৫০ দশকের শুরুর দিকে এক দর্শনার্থী চিত্রকর্মের ওপর অ্যাসিড ছোড়েন। সেই ঘটনার পরই চিত্রকর্মটি গ্লাস বা কাঁচ দিয়ে ঢাকা হয়। ২০১৯ সালে মিউজিয়াম কর্তৃপক্ষ জানায়, চিত্রকর্মটি রক্ষায় আরও বেশি স্বচ্ছ বুলেটপ্রুফ গ্লাস স্থাপন করা হয়েছে।