হোম রাজনীতি পুলিশের বাধা মানলো না যশোর বিএনপি

রাজনীতি ডেস্ক:

যশোরে পুলিশের বাধা উপেক্ষা করে বেগম খালেদা জিয়াসহ বিএনপি নেতাদের নামে মামলা প্রত্যাহার ও সংসদ বাতিলের দাবিতে কালো পতাকা মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা।

শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুর ২টার দিকে জেলা বিএনপির উদ্যোগে শহরের লালদীঘির দলীয় কার্যালয় প্রাঙ্গণ থেকে এ মিছিল বের হয়।

জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের নেতৃত্বে মিছিলে খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতসহ জেলার ৮ উপজেলার বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলটি দলীয় কার্যালয় প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের হোটেল হাসান ইন্টারন্যাশনালের সামনে গেলে পুলিশ বাধা দেয়।

এসময় পুলিশের বাধা উপেক্ষা করে স্লোগান দিয়ে মিছিল নিয়ে অগ্রসর হয় বিএনপি নেতাকর্মীরা। মিছিলটি শহরের মাইকপট্টি, চৌরাস্তা ঘুরে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন