হোম জাতীয় স্বপ্ন পূরণ হতে চলছে ভোলাবাসীর: শিল্পমন্ত্রী

স্বপ্ন পূরণ হতে চলছে ভোলাবাসীর: শিল্পমন্ত্রী

কর্তৃক Editor
০ মন্তব্য 90 ভিউজ

জাতীয় ডেস্ক:

ভোলায় গ্যাসভিত্তিক শিল্প কারখানা স্থাপনের পথ আরও একধাপ এগিয়েছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) ভোলায় সার কারখানার জন্য সম্ভাব্য স্থান পরিদর্শনকালে একথা জানান তিনি।

এসময় শিল্পমন্ত্রী ভোলায় সার কারখানা স্থাপনের বিষয়ে ইতিবাচক মন্তব্য করে বলেন, ‘দীর্ঘদিন ধরে সার কারখানাসহ শিল্প স্থাপনের দাবি জানিয়ে আসছিল ভোলাবাসী। তাদের সেই স্বপ্ন পূরণ হতে চলছে। এখানে সব ধরনের সম্ভাবনা রয়েছে। আমি আশাবাদী ভোলাতে বড় কিছু হবে। এখানে সার কারখানা করতে পারলেই আমরা স্বয়ংসম্পূর্ণ হয়ে যাব। বিদেশ থেকে আর সার আর আমদানি করতে হবে না।’

তিনি বলেন, ‘আমাদের খাদ্য ও কৃষি নিরাপত্তায় ভোলাকে বিশেষভাবে গুরুত্ব দেয়া হচ্ছে। এখানে পর্যাপ্ত জায়গা রয়েছে। সব কিছু দেখে মনে হয়েছে সম্ভাবনাও অনেক। প্রধানমন্ত্রীসহ সংশ্লিস্ট সবার সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেব কী কী করা যায় এখানে।’

এর আগে শিল্পমন্ত্রী সদর উপজেলার পশ্চিম ইলিশার ভেদুরিয়া ফেরিঘাট এলাকার দুটি ও ভেলুমিয়া ইউনিয়নের বাঘমারা এলাকায় একটি স্থান পরিদর্শন করেন।

সার কারখানা স্থাপনের জন্য সদর উপজেলার পশ্চিম চরপাতা ও চর ভেদুরিয়া মৌজার দুটি স্থানে ৪০০ একর ও ভেলুমিয়ার বাঘমারা মৌজার ৩৪৪ একর জমি প্রাথমিক ভাবে নির্ধারণ করা হয়।

এসময় মন্ত্রীর সঙ্গে ছিলেন, সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, জেলা প্রশাসক আরিফুজ্জামান, জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান, সদর উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লবসহ জেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তারা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন