হোম খেলাধুলা অবশেষে পাকিস্তানি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটারকে ভিসা দিল ভারত

অবশেষে পাকিস্তানি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটারকে ভিসা দিল ভারত

কর্তৃক Editor
০ মন্তব্য 112 ভিউজ

স্পোর্টস ডেস্ক:

ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ইংল্যান্ডের দলে ছিলেন ২০ বছর বয়সী স্পিনার শোয়েব বশির। টিম ইংল্যান্ড ২১ জানুয়ারি ভারতে পৌঁছলেও বশির পাকিস্তানি বংশোদ্ভূত হওয়ায় ভিসা জটিলতায় পড়েছিলেন। অবশেষে ঝামেলা মিটেছে, ভিসা পেয়েছেন বশির।

বশিরের ভিসা পাওয়ার খবরটি নিশ্চিত করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। বশির শিগগির ভারতের বিমান ধরবেন বলে জানায় তারা। ইসিবির একজন মুখপাত্র বলেন, ‘শোয়েব বশির ভিসা পেয়েছে। ভারতে গিয়ে এ সপ্তাহেই সে দলের সঙ্গে যোগ দেবে।’ খবর ক্রিকবাজের।

দলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে অনুশীলন করছিলেন বশির। হায়দরাবাদের স্পিনবান্ধব ম্যাচের বিবেচনায় ছিলেন তিনি। কিন্তু ভিসা জটিলতা দেখা দেওয়ায় ইংল্যান্ডে ফিরে যান তিনি। তাকে প্রথম টেস্টের একাদশেও রাখতে পারেনি ইসিবি।

হায়দরাবাদে প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বাংলাদেশ সময় ১০টায়।

বশিরের ভিসা নিয়ে জটিলতা দেখা দেওয়ায় এর আগে হতাশা প্রকাশ করেছিলেন ইংল্যান্ড দলের অধিনায়ক বেন স্টোকস। তিনি বলেন, ‘বিশেষ করে অধিনায়ক হিসেবে এই ঘটনাকে বেশ হতাশাজনক বলব। আমরা ডিসেম্বরের মাঝামাঝি সময়ে স্কোয়াড ঘোষণা করেছিলাম, আর বশির এখনও ভারতের ভিসা পায়নি। দলে প্রথম কেউ সুযোগ পেয়ে এমন অভিজ্ঞতা কাম্য নয়। তার জন্য খারাপ লাগছে।’

স্টোকসের দাবি, ভারতে আসতে এমন ভিসা জটিলতায় পড়তে হয় অনেক খেলোয়াড়কেই। বিরক্তি নিয়ে ৩২ বছর বয়সী তারকা বলেন, ‘এমন পরিস্থিতির মধ্য দিয়ে যাওয়া প্রথম ক্রিকেটার সে নয়। এমন অনেকের সঙ্গে খেলেছি, যারা এই পরিস্থিতির মধ্য দিয়ে গেছে। এটা হতাশার, যে খেলোয়াড়কে আমরা দলে নিয়েছি, ভিসা সমস্যায় তাকে এখনও পাইনি। বিশেষ করে সে একজন তরুণ ক্রিকেটার। এটা দুর্ভাগ্যজনক এবং হতাশার।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন