হোম খুলনা পাইকগাছায় আশ্রয়নের সভাপতির দুর্নীতির বিচার ও পদত্যাগের দাবীতে মানববন্ধন

পাইকগাছায় আশ্রয়নের সভাপতির দুর্নীতির বিচার ও পদত্যাগের দাবীতে মানববন্ধন

কর্তৃক Editor
০ মন্তব্য 300 ভিউজ

পাইকগাছা প্রতিনিধি :

পাইকগাছায় আশ্রায়ন প্রকল্পের সভাপতির বিরুদ্ধে অনিয়ম, দূর্নীতি, সেচ্ছাচারিতা, ক্ষমতার অপব্যবহার, হিসাব নাদেয়া, সমিতির সদস্যদের অবমূল্যায়নের অভিযোগে সাধারন সদস্য ও আশ্রায়নের বাসিন্দারা উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দিয়েছেন এবং সোমবার বিকেলে মানববন্ধন করে সভাপতির শাস্তি ও পদ থেকে অপসরেনের দাবী জানিয়েছেন।

অভিযোগে সূত্রে ও মানববন্ধনে বক্তারা জানান, উপজেলার গদাইপুর ইউনিয়নে বাইশারাবাদ এলাকায় সরকার ২০০০সালের দিকে হতদরিদ্র মানুষদের জন্য আশ্রায়ন কেন্দ্র নির্মান করে। পরবর্তীতে ভূমিহীনদের জন্য মুজিব বর্ষের ঘর নির্মান করে ছিন্নমুল মানুষদের আশ্রায়নের ব্যবস্থা করে সরকার। আশ্রায়নের বাসিন্দাদের নিয়ে গঠন করা হয় সমিতি। বর্তমান কমিটির সভাপতি শামছুর রহমান গাজী আশ্রায়ন প্রকল্পের বাসিন্দাদের ভুল বুঝিয়ে মৎস চাষের জন্যে জমি ইজারা গ্রহন করে। সে মৎস প্রকল্পের কোন হিসাব নাদেয়ায় সেখানকার বাসিন্দাদের মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়।

সমিতির সদস্য হাসান সরদার বলেন, সমিতির সভাপতি নিজের ইচ্চামত সমিতি চালাচ্ছেন। আমাদের কষ্ট অর্জিত টাকা বিভিন্ন সময় নিয়ে মৎস প্রকল্পে ব্যবহার করলেও সিজন শেষ হলেও কোন হিসাব দিচ্ছেননা। আমাদের সকলের লক্ষ লক্ষ টাকা সভাপতি শামছুর রহমান আত্মসাৎ করেছেন।

সমিতির সাধারণ সম্পাদক লিটন আলী জানান, সভাপতি হওয়ার পর শামছুর রহমান আমাদের কোন রকমের মুল্যায়ন করেননা। নিজের ইচ্চা মত চলেন। সদস্যসহ বাসিন্দাদের অবমূল্যায়ন করে। আমার কোন পরামর্শ ও কোন কাজে ডাকেনা।

আশ্রায়ন প্রকল্পের সমিতির সভাপতি শামছুর রহমানের বক্তব্যের জন্য তার ব্যবহারিত মুঠো ফোনে একধিকবার কল দিলেও তিনি ফোন ধরেননি।

পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন জানান,বাইশারাবাদ আশ্রায়ন প্রকল্পের সভাপতির শামছুর রহমানের বিরুদ্ধ ওখনকার বাসিন্দাসহ সমিতির সদস্যা একটি অভিযোগ আমাকে দিয়েছে। তদন্তপূর্বক বিধিমোতাবেগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন