হোম জাতীয় এমপি হয়েই খোয়াই নদী পরিষ্কারে কাদায় নামলেন ব্যারিস্টার সুমন

এমপি হয়েই খোয়াই নদী পরিষ্কারে কাদায় নামলেন ব্যারিস্টার সুমন

কর্তৃক Editor
০ মন্তব্য 118 ভিউজ

জাতীয় ডেস্ক:

নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষায় এবার খোয়াই নদী পরিষ্কারে নেমেছেন হবিগঞ্জ-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। পরে পরিষ্কার হওয়া নদীতে সাঁতার কাটেন তিনি।

শুক্রবার (১৯ জানুয়ারি) সকাল থেকেই চুনারুঘাট পৌর এলাকায় পরিত্যক্ত খোয়াই নদীতে জমে থাকা দীর্ঘদিনের আবর্জনা পরিষ্কার করতে শুরু করে সুমন। এসময় তার সঙ্গে ছিলেন সারা দেশ থেকে আসা বিডি ক্লিনের স্বেচ্ছাসেবীরা।

সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল পরিত্যক্ত খোয়াই নদীর ৫০ বছরের আবর্জনা পরিষ্কার করা। এটিকে জঞ্জালমুক্ত করে তিনি দৃষ্টিনন্দন পার্ক নির্মাণ করার ঘোষণা দিয়ে ছিলেন তিনি।

প্রতিশ্রুতি অনুসারে নিজে নদীতে নেমে এ মরা নদীকে পরিষ্কারের কাজ শুরু করেন। সুমনের আহ্বানে এ অভিযানে যোগ দেন এলাকাবাসী।

ব্যারিস্টার সুমন বলেন, এটি খোয়াই নদীর অংশ বিশেষ। প্রায় ৫০ বছর আগে চুনারুঘাট শহরকে বন্যার হাত থেকে রক্ষা করতে নদীর গতিপথ পরিবর্তন করা হয়। তখন থেকেই নদীর এ অংশটি পরিত্যক্ত হয়ে পড়ে। পুরোনো খোয়াই নদীর এ অংশটি ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হয়। দুর্গন্ধে এলাকাবাসীর চলাচলে ব্যাঘাত সৃষ্টি হয়। ময়লার কারণে বোঝার কোনো অবকাশ ছিল না এটি একটি নদী।

নদীটি পরিষ্কার করে নৌকা নামিয়ে নামিয়ে দেবেন বলে জানান এ তরুণ সংসদ সদস্য।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন