হোম খুলনাসাতক্ষীরা স্বামীর চিন্তায় স্ত্রীর মৃত্যু, খবর শুনে মারা গেলেন স্বামীও

স্বামীর চিন্তায় স্ত্রীর মৃত্যু, খবর শুনে মারা গেলেন স্বামীও

কর্তৃক Editor
০ মন্তব্য 127 ভিউজ

অনলাইন ডেস্ক:

নোয়াখালীর কোম্পানীগঞ্জে স্ত্রীর মৃত্যুর চার ঘণ্টা পরই মারা গেলেন স্বামী। এমন ঘটনায় এলাকার মানুষ হয়ে পড়েছেন হতভম্ব, নেমে এসেছে শোকের ছায়া।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ব্রেন স্ট্রোক করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন স্ত্রী মোহসেনা খাতুন (৬২)। এ খবর শোনার চার ঘণ্টার মধ্যে ১০টা ৩০ মিনিটে স্বামী আবু সায়েদ (৭০) নিজ বাড়িতে মারা গেছেন।

শুক্রবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়।

নিহত আবু সায়েদ কোম্পানীগঞ্জ উপজেলার চড়কাঁকড়া ইউনিয়নের নতুন বাজার এলাকার খলিল মোল্লা বাড়ির বাসিন্দা।

জানা গেছে, আবু সায়েদ দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যানসার আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন ছিলেন। এরপর চিকিৎসক আবু সায়েদকে বাড়িতে পাঠালে চিন্তায় পড়ে যান স্ত্রী মোহসেনা খাতুন। স্বামীর চিন্তায় স্ট্রোক করেন স্ত্রী।

তাদের নাতি আকবর হোসেন ইমন বলেন, ‘আমার নানা দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যানসার আক্রান্ত হয়ে অসুস্থ ছিলেন। নানার আগেই নানু মারা যান। সকালে জানাজা শেষে নানার নিজ বাড়িতে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়েছে।’

চরকাঁকড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. হানিফ সবুজ জানান, স্বামীর অসুস্থতা বেড়ে যাওয়ায় চিন্তিত হয়ে পড়েন মোহসেনা। একই দিন তাদের মৃত্যু হয়। উভয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন