হোম রাজনীতি বিএনপির হতাশ হওয়ার কিছু নাই: মিন্টু

বিএনপির হতাশ হওয়ার কিছু নাই: মিন্টু

কর্তৃক Editor
০ মন্তব্য 83 ভিউজ

রাজনীতি ডেস্ক:

সরকার নানা চক্রান্ত করেও বিএনপিকে ভাঙ্গতে পারেনি। তাই হতাশ হওয়ার কিছু নাই বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।

জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকেলে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে এক সভায় এ কথা জানান তিনি।

মিন্টু বলেন, জনগণ বিএনপির ডাকে নির্বাচনে ভোট দিতে যায়নি। আমরা সরকার এবং নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে যুদ্ধ করছি। দেশে আবারো গণতন্ত্র ফিরয়ে আনা হবে। সংগ্রামেই সরকার পতন ঘটাবো।

এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, বিএনপি পরাজিত হয়নি। প্রহসনের পাতানো নির্বাচন করে একতরফা ক্ষমতা দখল করেছে আওয়ামী লীগ। সংবিধানকে সরকার ধ্বংস করে দিয়েছে।

জনগণ আরেকটি মুক্তিযুদ্ধের মধ্যে আছে দাবি করে বিএনপির এই নেত্রী বলেন, ইসলামাবাদ থেকে মুক্তি পেলেও অন্যদেশ (ভারত) থেকে মুক্তি মেলেনি। বন্ধু হয়ে থাকলে ভালো, কিন্তু তারা বাংলাদেশকে তাদের (ভারতের) অধীনে নিতে চাইছে। বাংলাদেশকে পরাধীন হতে দেয়া হবে না।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন