হোম অন্যান্যসারাদেশ শৈলকুপায় এক অনার্স পড়ুয়া ছাত্রসহ করোনা শনাক্ত ৩

শৈলকুপায় এক অনার্স পড়ুয়া ছাত্রসহ করোনা শনাক্ত ৩

কর্তৃক
০ মন্তব্য 119 ভিউজ

শৈলকুপা (ঝিনাইদহ) :

ঝিনাইদহের শৈলকুপায় নতুন করে আরোও ৩ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাড়ালো ৭০ জনে। মঙ্গলবার (১৩ জুলাই) সকালে এ তথ্য নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রাশেদ আল মামুন।

তিনি জানান, কুষ্টিয়া ল্যাব থেকে সকালে ১১টি প্রাপ্ত নমুনা রিপোর্টে ৩ জনের পজেটিভ এসেছে। বাকী ৯টি নমুনার ফলাফল নেগেটিভ। নতুন শনাক্তদের মধ্যে উপজেলার দুধসর ইউনিয়নের দুধসর গ্রামের রাসেদ হোসেন (২২)।

তিনি ঝিনাইদহ কেসি কলেজের বাংলা বিভাগের অনার্স ৩য় বর্ষের শিক্ষার্থী। একই গ্রামের দিশা খাতুন (২৭) নামে এক গৃহবধূ শনাক্ত হয়েছে। তার বাবাও একজন পজেটিভ রোগী। তিনি তার থেকে সংক্রমিত হয়েছেন। অপরদিকে ফুলহরি ইউনিয়নের ভগবাননগর গ্রামের আব্দুল লতিফ (৬০) নামে এক সবজি ব্যবসায়ী শনাক্ত হয়েছে।

নতুন শনাক্তদের শরীরের জ্বর, কাশি ও গলাব্যথার উপসর্গ রয়েছে। তবে সবাই সুস্থ আছে ও নিজ নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন বলেও জানান তিনি। উল্লেখ্য, শৈলকুপা উপজেলায় মোট সংগৃহিত নমুনা ৪৩৪টি, প্রাপ্ত নমুনার সংখ্যা ৩৭৯টি, গত ২৪ ঘন্টায় প্রাপ্ত ফলাফল বিবেচনায় শনাক্তের হার ২৭.২৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় গড় মৃত্যুর হার ৪.২৯ শতাংশ। মোট সুস্থ ১৬, মোট মৃত্যু ৩ জন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন