হোম খুলনাবাগেরহাট ফকিরহাটে লোকালয়ে ঘুরছে হনুমান, উৎসুক শিক্ষার্থীদের ভিড়

ফকিরহাটে লোকালয়ে ঘুরছে হনুমান, উৎসুক শিক্ষার্থীদের ভিড়

কর্তৃক Editor
০ মন্তব্য 130 ভিউজ

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাট উপজেলার বিভিন্ন এলাকায় বিগত কয়েকদিন থেকে লোকালয়ে ঘুরতে দেখা যাচ্ছে একটি মুখপোড়া হনুমান। হনুমানটিকে যেখানে দেখা যাচ্ছে সেখানেই শিক্ষার্থীসহ উৎসুক জনতা ভিড় করছে।

স্থানীয়রা জানান, খাবার দিলে সামনে আসছে হনুমানটি। আবার খাবার নিয়ে ঘরের কিংবা দোকানের ছাদে বসে খাচ্ছে। মুখপোড়া হনুমানটি যেন শিশু-কিশোরদের খুশি বাড়িয়ে দিয়েছে।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুর ১২টার দিকে হনুমানটিকে ফকিরহাট শিরীণ হক পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় এলাকায় দেখা যায়। হনুমানটিকে দেখেতে ছুটে আসে শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা দোকান থেকে খাবার কিনে খেতে দিলে হনুমানটিকে এসব শিক্ষার্থীদের হাত দেখে খাবার তুলে নেয়। এতে শিক্ষার্থীরা দারুন অনন্দ উপভোগ করতে দেখা যায়।

সেখানে কিছু সময় থাকার পর হনুমানটিকে অন্য দিকে ছুটতে থাকে। তাকে দেখে পিছু নিচ্ছে শিশু-কিশোর থেকে শুরু করে নানা বয়সী মানুষ। আবার দুষ্টু শিশু-কিশোরেরা কেউ কেউ হনুমানটিকে দেখে বিরুক্ত করছে। এতে আতঙ্কিত হয়ে হনুমানটি কখনো বাড়ির ছাদে কখনো বাজারের দোকানের ছাদে, উঠে পড়ছে।

কয়েকজন পথচারী জানান, কয়েকদিন থেকে হুনুমানটি উপজেলার বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে। এটি একটি বিলুপ্তি প্রায় মুখপোড়া হনুমান। উৎসুক মানুষ তাকে কলা-রুটি ও বিভিন্ন কাঁচা সবজি, ফলমূলসহ নানা রকমের খাবার খেতে দিচ্ছে। খাবার পেলে সে নিচে নেমে আসছে। আবার খাবার নিয়ে সে উপরে চলে যায়।

ফকিরহাট মডেল থানার অফিসাার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলম বলেন, এই হনুমানটি সম্ভবত যশোরের কেশবপুর থেকে এসেছে। খাদ্যের সন্ধানে কোন পরিবহনের ছাদে উঠে আসতে পারে। হনুমানটিকে কেউ বিরক্ত না করে সকলকে সহযোগিতা করার আহবান জানান তিনি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন