পিরোজপুর অফিসঃ
পিরোজপুরের ভান্ডারিয়ায় রহিমা খাতুন(২২) নামে এক গৃহবধূ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। পুলিশ সোমবার (১৩ জুলাই) দুপুরে উপজেলার পূর্ব ধাওয়া গ্রামের বাড়ির বারান্দায় ঝুলন্ত ওই গৃহবধূর লাশ উদ্ধার করে। পারিবারিক কলহের জের ধরে সে আত্মহত্যা করেছে বলে পরিবারের দাবি। পুলিশ জিঞ্জাসাবাদের জন্য শ্বাশুড়ি হামিদা বেগমকে আটক করেছে।
এ ঘটনার পর নিহত গৃহবধুর স্বামী পলাতক রয়েছে । নিহত গৃহবধূ উপজেলার পূর্ব ধাওয়া গ্রামের বাসিন্দা অটোচালক জসিম হাওলাদারের দ্বিতীয় স্ত্রী । সে এক সন্তানের জননী।
ভান্ডারিয়া থানার উপ-পরিদর্শক আশিকুর রহমান জানান, দুপুরে স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে মূল ঘরের বারান্দায় গলায় ফাঁস লাগানো অবস্থায় ওই গৃহবধূর জুলন্ত লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
এ বিষয়ে ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ এস.এম মাকসুদুর রহমান জানান, লাশ ময়না তদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ভান্ডারিয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। পরিবারের পক্ষ হতে অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগন ব্যাবস্থা গ্রহন করা হবে।