হোম রাজনীতি বিএনপিকে দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান কামরুলের

বিএনপিকে দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান কামরুলের

কর্তৃক Editor
০ মন্তব্য 86 ভিউজ

রাজনীতি ডেস্ক:

বিদেশিদের ওপর আস্থা না রেখে বিএনপিকে দেশের দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাংসদ অ্যাডভোকেট কামরুল ইসলাম।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাজধানীর কেরাণীগঞ্জে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি।

বিএনপিকে উদ্দেশ্য করে কামরুল ইসলাম বলেন, দেশে পাঁচ বছরের আগে জাতীয় নির্বাচনের কোনো সুযোগ নেই। তাই বিদেশিদের ওপর আস্থা না রেখে দেশের দু:খী মানুষের পাশে দাঁড়ান।

তিনি বলেন, ৭ জানুয়ারি নির্বাচনে কারও লিফলেট বিতরণ বা আগুন সন্ত্রাসকে ভয় না পেয়েই মানুষ ভোট দিয়েছে। এই ভোটে নির্বাচিত শেখ হাসিনার সরকার জনগণের সরকার।

এসময় শীতার্তদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের শীতের কষ্ট পুরোপুরি নিবারণের সামর্থ্য নেই কিন্তু যতটুকু সম্ভব লাঘব করতে এসেছি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন