হোম খুলনাঝিনাইদহ ঝিনাইদহে অস্ত্র ও গুলিসহ এক সন্ত্রসী গ্রেফতার

ঝিনাইদহ অফিস:

ঝিনাইদহে অস্ত্র ও গুলিসহ রাজন বিশ্বাস নামের এক সন্ত্রসীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ দুপুরে কালীগঞ্জ উপজেলার একতারপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সে একতারপুর গ্রামের মৃত রেজাউল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, কালীগঞ্জ উপজেলার একতারপুর গ্রামের এক নারী রাজন বিশ্বাসের নামে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে। পরে পুলিশ অভিযান পরিচালনা করে আসামী রমজানকে একতারপুর গ্রাম থেকে গ্রেফতার করে। সেসময় তার দেহ তল্লাশী করে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগজিন ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে থানায় নাশকতা, মাদকসহ একাধিক মামলা রয়েছে। আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন