হোম অর্থ ও বাণিজ্য আমাকে একটু সময় দেন: অর্থমন্ত্রী

আমাকে একটু সময় দেন: অর্থমন্ত্রী

কর্তৃক Editor
০ মন্তব্য 82 ভিউজ

বাণিজ্য ডেস্ক:

দেশের অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে একটু সময় লাগবে বলে মন্তব্য করেছেন নতুন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

রোববার (১৪ জানুয়ারি) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

বর্তমানে অর্থনীতিতে থাকা সংকট কাটিয়ে উঠার এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের করণীয় নিয়ে প্রশ্ন করা হলে, এর জবাবে অর্থমন্ত্রী বলেন, আমার করণীয় বলতে আমাকে একটু সময় দিতে হবে। সমস্যার বিষয়ে আমরা সবাই জানি। আমি দেখছি এবং বুঝার চেষ্টা করছি। পাশাপাশি সমাধানের চেষ্টা করব।

এক্ষেত্রে সাংবাদিকদের পাল্টা প্রশ্ন ‘কত দিন অপেক্ষা করতে হবে?’, যার উত্তরে আবুল হাসান মাহমুদ আলী বলেন, আমি তো বসে থাকার লোক না, নেত্রী যে দায়িত্ব দিয়েছেন, সেটি আমি দায়িত্ব নিয়ে করব।

বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের বিষয়ে তিনি বলেন, মিলে মিশে কাজ করতে হবে। অর্থমন্ত্রণালয় তো একা পারবে না।

অর্থপাচার নিয়ে মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনার বিষয়ে অর্থমন্ত্রী বলেন, পরিকল্পনা নিতে সময় লাগবে। আমি তো মাত্র আসলাম। চ্যালেঞ্জের বিষয়ে আমরা সবাই জানি। সমাধান করতে হবে।

এসময় সংবাদকর্মীরা তাকে প্রশ্ন করে ‘কোন কাজগুলো অগ্রাধিকার দেয়া হবে?’, যার জবাবে তিনি বলেন, দেখতে হবে। একটু সময় দিন। এভাবে তো হয় না। কালকে অর্থমন্ত্রী হলাম, আজকেই সব ঠিক করে দেবো?

আসন্ন রমজান মাস নিয়ে পরিকল্পনার বিষয়ে আবুল হাসান মাহমুদ আলী বলেন, আগে দেখি না। সময় দিতে হবে না। আমাদেরকে সময় দেন। আমাদের অগ্রাধিকার হলো রমজান মাস।

দেশের বর্তমান অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো নিয়ে তিনি বলেন, সেগুলো নিয়ে তো কাজ করব। রাতারাতি কিছু করা যাবে না।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন