হোম বিনোদন বিমানবন্দরে ৪ ঘণ্টা আটকে ছিলেন রাধিকা, জানালেন ভয়াবহ অভিজ্ঞতা

বিমানবন্দরে ৪ ঘণ্টা আটকে ছিলেন রাধিকা, জানালেন ভয়াবহ অভিজ্ঞতা

কর্তৃক Editor
০ মন্তব্য 98 ভিউজ

বিনোদন ডেস্ক:

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রাধিকা আপ্তে। সম্প্রতি তিনি বিমানবন্দরে চার ঘণ্টা আটকে ছিলেন। জানালেন সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা।

দুর্বিষহ অভিজ্ঞতার কথা ইনস্টাগ্রামে শেয়ার করলেন রাধিকা আপ্তে। একটি ভিডিও এবং কিছু ছবি শেয়ার করে সকলকে চমকে দিয়েছেন অভিনেত্রী। সেখানে দেখা যাচ্ছে, ফ্লাইটসহ-যাত্রীদের সঙ্গে বিমানবন্দরে আটকে পড়েছেন তিনি। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে।

মুম্বাই বিমানবন্দরের অ্যারোব্রিজে সমস্ত যাত্রীদের সঙ্গে ঘণ্টাখানেক ধরে আটকে ছিলেন রাধিকা। অভিনেত্রী রাধিকা প্রথমে একটি ভিডিওে শেয়ার করেছেন, যেখানে ফ্লাইটে ভ্রমণরত যাত্রীদের চিন্তিত দেখা যাচ্ছে। অনেক বয়স্ক মানুষও এই সমস্যায় রয়েছেন।

এরপর তাকে সেখানে বসে অপেক্ষা করতে দেখা গেছে। একটি দীর্ঘ নোট লিখে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী।

রাধিকা লিখেছেন, ‘আমাকে এই পোস্ট করতেই হলো। আজ সকাল সাড়ে ৮টায় আমার ফ্লাইট ছিল। এখন ১০:৫০ বাজে এবং ফ্লাইটটি এখনও বোর্ডিং করেনি, আমাদের বলেছিল যে আমরা বোর্ডিং করছি এবং তারপরে সমস্ত যাত্রীদের অ্যারোব্রিজে রেখে এটি বন্ধ করে দেয়া হয়! এক ঘণ্টার বেশি সময় ধরে ছোট শিশু ও বৃদ্ধসহ যাত্রীদের চলাচল বন্ধ ছিল। নিরাপত্তার দরজা খোলা হয়নি। কর্মচারীদের কোন ধারণাই নেই এসবের’।

তার পোস্টের শেষে আরও বলেছেন, যে সবাই ভিতরে আটকে রয়েছেন। এখানে পানি বা টয়লেটের ব্যবস্থা নেই। সেখানে কর্তব্যরত কর্মীরাও কিছু বলতে পারছিলেন না যে পরিস্থিতি কখন স্বাভাবিক হবে। আটকে থাকা যাত্রীদের তালিকায় কারও ছোট বাচ্চা ছিল। এমনকী বৃদ্ধরাও। তবুও নিরাপত্তারক্ষীরা দরজা খোলেননি। অভিনেত্রী ব্যঙ্গাত্মকভাবে লিখেছেন, ‘যাত্রার জন্য ধন্যবাদ’। অভিনেত্রীর এই পোস্টে নেটিজেনরা তীব্রভাবে প্রতিক্রিয়া জানাচ্ছেন।

সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ক্যাটরিনা কাইফ ও বিজয় সেতুপতি অভিনীত ‘মেরি ক্রিসমাস’ ছবিতে ক্যামিও চরিত্রে দেখা গেছে রাধিকা আপ্তেকে।

অত্যন্ত পরিশ্রমী রাধিকার লক্ষ্য কিন্তু ছিল উঁচু তারে বাঁধা। আর তাই থিয়েটারের পাশাপাশি ফিল্মে কাজের চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। ২০০৯ সালে প্রথম ‘ঘো মালা আসলা হাভা’ নামে একটি মরাঠি কমেডি ফিল্মে সুযোগ পান। তারপর ‘শোর ইন দ্য সিটি’, ‘রক্তচরিত্র’, ‘আই অ্যাম’, ‘আন্ধাধুন’ -এ অভিনয় করেন তিনি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন