স্পোর্টস ডেস্ক:
বিদায়ী বছরের শুরুটা দুর্দান্ত করেছিলেন টাইগার পেসার এবাদত হোসেন। তবে ঘরের মাটিতে আফগানিস্তান সিরিজে ইনজুরিতে পড়ায় মিস করেছেন বছরের দুটি গুরুত্বপূর্ণ আসর এশিয়া কাপ ও বিশ্বকাপ। তবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই মাঠে ফিরতে চান এবাদত।
ইনজুরি গুরুত্বর হওয়াই অস্ত্রোপচার করতে হয় এই পেসারকে। বর্তমানে তিনি বিসিবির চিকিৎসকদের অধীনে রিহ্যাব পালন করছেন। শনিবার (১৩ জানুয়ারি) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে গণমাধ্যমে কথা বলেন এবাদত।
কবে মাঠে ফিরতে পারবেন এই প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি তো আশা করছি বিশ্বকাপের আগেই ফিরব, ইনশাআল্লাহ। সবচেয়ে বড় জিনিস হচ্ছে যেভাবে মেডিকেল বিভাগ সাপোর্ট দিচ্ছে এবং রিহ্যাবটা খুব ভালো করছি। স্ট্রেন্থ ফিরে পাচ্ছি। আশা করি সামনে ভালো কিছুই হবে।
আসন্ন বিপিএলেও খেলা হচ্ছে না এবাদতের। তাই মাঠের ফেরার জন্য তাড়াহুড়োও করতে চান না। তিনি বলেন, আমি যে প্রক্রিয়া অনুসরণ করছি, খুব ভালোভাবে এগোচ্ছি। গত বৃহস্পতিবার আমার দুই পায়ের পেশির মাপ নেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, খুব ভালোই রিকভার হয়েছে। এজন্যই মনে হচ্ছে, কষ্ট যেটা করছি সেটার ফলটা খুব ভালো পাচ্ছি।
এরপর দীর্ঘ সময় খেলতে না পারার আক্ষেপও জানান এবাদত, আমি খেলোয়াড়, কিন্তু খেলতে পারছি না। ওরা বোলিং করছে, ম্যাচ খেলছে। কষ্ট লাগবেই, স্বাভাবিক। মনে হয় একটু বল ধরি, একটু বোলিং করি। এজন্য সেদিন দাঁড়িয়ে একটু বোলিং করা। যদিও বোলিং করাটা এখনও শুরু হয়নি। আস্তে আস্তে দৌড়ানো শুরু করব। এরপর একটু একটু করে বোলিং।
আগামী ১ জুন থেকে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। সাত জুন শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে টাইগাররা।