নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরা জেলার পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকীর দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ সজীব খানের (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) সার্বিক তত্ত্বাবধানে এবং সুযোগ্য অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখার তারেক ফয়সাল ইবনে আজিজের নেতৃত্বে সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানা এলাকায় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার, আইন-শৃঙ্খলা রক্ষা ও সহযোগিতায় বিশেষ অভিযান চলাকালে ১১/০১/২০২৪ তারিখ ১৩.৫০ ঘটিকায় এসআই (নিঃ)/ মিঠুন মজুমদার, এএসআই(নিঃ)/মেহেদী হাসান সঙ্গীয় ফোর্সের সহায়তায় “সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানাধীন শাকদাহ সাকিনস্থ সাতক্ষীরা টু খুলনা গামী হাইওয়ে রোডস্থ শাকদাহ সেতুর উপর” হতে ৪৫ (পয়তাল্লিশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ তৈলকুপি গ্রামের মৃত বাবর আলী সরদারের পুত্র মোঃ আরিফুল ইসলাম@জব্বার সরদার (৩৩) কে গ্রেফতার পূর্বক পাটকেলঘাটা থানার মামলা নং-০৪ ,তারিখ- ১১/০১/২০২৪ ইং, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ সালের ৩৬(১) টেবিলের ১০(ক) এর একটি নিয়মিত মামলা রুজু হয়। আসামীর পিসিপিআর পর্যলোচনা করে দেখা যায়, ধৃত আসামীর বিরুদ্ধে সাতক্ষীরা জেলার সাতক্ষীরা সদর ও পাটকেলঘাটা থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে থানা পুলিশ জানিয়েছেন।