হোম রাজনীতি জাতীয় সরকারের অধীনে নতুন নির্বাচন দিন : ইসলামী আন্দোলন

জাতীয় সরকারের অধীনে নতুন নির্বাচন দিন : ইসলামী আন্দোলন

কর্তৃক Editor
০ মন্তব্য 64 ভিউজ

রাজনীতি ডেস্ক:

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, ৭ জানুয়ারি ভুয়া নির্বাচনের মাধ্যমে এ সরকার সংসদকে কুক্ষিগত করেছে। প্রহসনের ডামি নির্বাচন জনগণ শুধু বর্জন করেনি- এ আওয়ামী লীগ সরকারকেও বর্জন করেছে। ‘ডামি নির্বাচনে’ নির্বাচিত সংসদ সদস্যদের শপথ করানোর মাধ্যমে সরকারের নৈতিক পরাজয় হয়েছে। তিনি প্রহসনের নির্বাচন বাতিল করে জাতীয় সরকারের অধীনে নতুন তপশিল ঘোষণার দাবি জানান।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) এক বিবৃতিতে তিনি এসব কথা জানান।

তিনি বলেন, বিশ্বের বিভিন্ন রাষ্ট্র- যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন বলেছে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হয়নি। ভোটারের উপস্থিতি ছিল খুবই নগণ্য সংখ্যক। এটাকে কারসাজি করে ৪২ শতাংশে নিয়ে সিইসি নিজেকে আরও ভুয়া প্রমাণিত করেছে।

মাওলানা ইউনুছ বলেন, আওয়ামী লীগ সরকারের হাতে সুষ্ঠু নির্বাচনের ইতিহাস নেই। যা হয়েছে তা সবই জাল-জালিয়াতির নির্বাচন। দেশবাসী যা আশঙ্কা করেছিল এ সরকারের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। তা সত্যে পরিণত হয়েছে।

তিনি আরও বলেন, সারা দেশের নির্বাচনী সহিংসতা এবং ভুয়া ভোটসহ যত অপকর্ম হয়েছে সবই প্রকাশ পেয়েছে। এই দেশের মানুষের কাছে, বিশ্ববাসীর কাছে প্রমাণিত সরকার প্রহসনের নির্বাচনের মাধ্যমে ভোটাধিকার কেড়ে নিয়েছে। সরকার একদলীয় বাকশালী শাসনের দিকে ফিরে যাচ্ছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন