হোম অর্থ ও বাণিজ্য পুঁজিবাজারে ‘রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট ফান্ড’ আনছে বিএসইসি

বাণিজ্য ডেস্ক:

‘রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট ফান্ড’ নামে একটি বিধিমালা করার পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। শেয়ারবাজারের মাধ্যমে রিয়েল এস্টেট সেক্টরে অর্থায়নের সুযোগ সৃষ্টি এবং বিনিয়োগের নতুন ক্ষেত্র উন্মোচনের লক্ষ্যে এই উদ্যোগ নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিএসইসি।

এতে বলা হয়, বিএসইসির ৮৯৬তম কমিশন সভায় ‘রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট ফান্ড রুলস-২০২৪’ সংক্রান্ত বিধিমালার খসড়া অনুমোদনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। কমিশন সভায় সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

এ খসড়া বিধিমালার ওপর সংশ্লিষ্ট সবার মতামত, পরামর্শ বা আপত্তি আহ্বান করে দেশের বহুল প্রচারিত কমপক্ষে দুইটি বাংলা এবং একটি ইংরেজি দৈনিক পত্রিকায় প্রকাশেরও সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এছাড়া সভায় পুঁজিবাজারে তালিকাভুক্ত রেনাটা লিমিটেডের ৬৬০.১৫ কোটি টাকার জিরো কুপন বন্ড অনুমোদন করেছে বিএসইসি।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন