হোম খুলনাবাগেরহাট নারীদের নিয়ে কটুক্তি করায় ইউপি চেয়ারম্যানের অপসারন ও শাস্তির দাবিতে মোংলায় মানববন্ধন

বাগেরহাট প্রতিনিধি:

নারী সমাজকে নিয়ে কটুক্তি করে বক্তব্য দেওয়ায় মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের চেয়ারম্যান ইকরাম ইজারাদারের অপসারন ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে মোংলায়। বৃহস্পতিবার(১১ জানুয়ারী) সকাল ১১ টায় মোংলা উপজেলা নারী সমাজের ব্যানারে পৌরসভার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা সংরক্ষিত ভাইসচেয়ারম্যান মিসেস কামরুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত মানবন্ধনে বিভিন্ন শ্রেনী পেশার প্রায় সহশ্রাধিক নারী ওই মানববন্ধনে অংশনেয়।

মানববন্ধনে বক্তারা বলেন,শেখ হাসিনার সাক্ষরিত নৌকা প্রতিকের মনোনয়ন নিয়ে ইকরাম ইজারাদার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নারী নেতৃত্ব হারাম, নারীদের ভোট দিলে দেশে গজব আসনে,নারীদের নিয়ে বাংলাদেশের সংবিধান পরিপন্থি নানা কুরুচীপূর্ণ বক্তব্য দিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিকের বিরুদ্ধে সমাবেশ করে ভোট প্রার্থনা করেছেন ওই চেয়ারম্যান। তাই ওই চেয়ারম্যান ইকরাম ইজারাদারের অপসারন ও শান্তির দাবি জানানো হয় মানববন্ধনে।

বক্তারা আরো বলেন, বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী। এবং বিএনপি,র চেয়ারপার্সন নারী,জাতীয় সংসদের সাবেক বিরোদীদলের নেত্রী নারী, সংসদের স্পিকার,শিক্ষা মন্ত্রী নারী,দেশে যখন নারীরা এগিয়ে যাচ্ছে তখন এই চেয়ারম্যানের এমন বক্তব্য দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীসহ সকল নারীদের কলংকৃত করেছেন। মানববন্ধনে বক্তব্য রাখেন,ইউপি চেয়ারম্যান নারজিনা বেগম, পৌরসভার কাউন্সিলর শিউলি আকন,জাহানার চানু, জোহরাসহ বিভিন্ন শ্রেনী পেশার নারীরা।

এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে স্বতন্ত্র প্রার্থী ইদ্রিস আলী ইজারাদারের পক্ষে একটি পথ সভায় চেয়ারম্যান ইকরাম নারীদের দেওয়া ওই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন