হোম অন্যান্যসারাদেশ ডাকাত সর্দার গ্রেফতারে গুলি বিনিময়, ৩ পুলিশ আহত

অনলাইন ডেস্ক:

নোয়াখালীর কোম্পানীগঞ্জের ডাকাত সর্দার মোহাম্মদ ইসমাইল হোসেন মিশনকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার বাহিনীর সদস্যরা গুলি চালালে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে গুলির স্প্রিন্টারে আসামি মিশনসহ ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন।

বুধবার (১০ জানুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের ছোটধ্বলি এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

গ্রেফতার ইসমাইল হোসেন মিশন কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত রফিক সওদাগরের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, চাঁদাবাজির মামলায় চারটি ওয়ারেন্টসহ আদালতে অসংখ্য মামলার বিচার চলছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী জানান, দুপুরে কুখ্যাত ডাকাত ইসমাইল হোসেন মিশন এলাকায় আসার সংবাদ পেয়ে পুলিশ অভিযান চালায়। এসময় ডাকাতের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ও ধারালো দা দিয়ে আঘাত করে। এতে উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন, কনস্টেবল কামরুল ও হাসান আহত হন। পরে পুলিশ এক রাউন্ড ফাঁকা গুলি করে ডাকাত মিশনকে গ্রেফতার করে।

নোয়াখালী পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জানান, এ ঘটনায় পুলিশের কাজে বাধা-প্রদানসহ কর্তব্যরত পুলিশকে আঘাতের নিয়মিত মামলা রেকর্ড করা হয়েছে। এ বাহিনী কাদের ছত্রছায়ায় অপকর্মে লিপ্ত তা খুঁজে বের করা হবে। ডাকাত মিশনের গ্রেফতারে এলাকার মানুষ উল্লাস প্রকাশ করেছে। উপকূলের শান্তি রক্ষায় সর্বদা কাজ করবে পুলিশ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন