অনলাইন ডেস্ক:
খুলনায় ২টি ওয়ান শুটার গানসহ ডালিম বিশ্বাস (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে ডুমুরিয়া উপজেলার টিপনা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ডালিম বিশ্বাস উপজেলার শোলগাতিয়া গ্রামের রফিকুল বিশ্বাসের ছেলে।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা বলেন, খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাশে টিপনা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে দেশীয় তৈরি দুটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়। আসামীর বিরুদ্ধে গোয়েন্দা পুলিশ মামলা দায়ের করেছে। দুপুরে ডালিমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।