হোম আন্তর্জাতিক ফিলিস্তিনির মরদেহের ওপর দিয়ে গাড়ি চালিয়ে গেল ইসরাইলি সেনারা!

ফিলিস্তিনির মরদেহের ওপর দিয়ে গাড়ি চালিয়ে গেল ইসরাইলি সেনারা!

কর্তৃক Editor
০ মন্তব্য 115 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে তিন নাগরিককে গুলি করে হত্যার পর একজনের মরদেহের ওপর দিয়ে গাড়ি চালিয়েছে ইসরাইলি সেনারা। পশ্চিম তীরের তুলকারেম এলাকার এ ঘটনাটির একটি ভিডিও প্রকাশ পেয়েছে। খবর আল জাজিরার।

ভিডিওতে দেখা যায়, ফিলিস্তিনের তিন নাগরিককে গুলি করে হত্যার পর একজনের শরীরের ওপর দিয়ে সামরিক যান চালিয়ে যাচ্ছে ইসরাইলি বাহিনী। ইসরাইল গাজার দক্ষিণাঞ্চল ও এর কেন্দ্রে অব্যাহতভাবে হামলা চালিয়ে যাচ্ছে। আল-আকসা হাসপাতালের আশপাশেও হামলার খবর পাওয়া গেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সতর্ক করেছে, ক্ষুধা, পানিশূণ্যতা ও রোগবালাই বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের মৃত্যুহার অনেকাংশে বাড়িয়ে তুলবে।

এদিকে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন তার মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে ইসরাইলে পৌঁছেছেন। সংশ্লিষ্টরা বলছেন, তার এই সফরের মূল লক্ষ্য গাজা যুদ্ধকে ছড়িয়ে পড়তে না দেয়া। এজন্য আরব দেশগুলোর নেতাদের সঙ্গে আলোচনা করতেই এই সফর শুরু করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী।

এর আগে, গাজা থেকে সরে যাওয়া ফিলিস্তিনিদের আবার গাজায় ফিরতে দেয়া উচিত বলে মন্তব্য করেছিল যুক্তরাষ্ট্র। ইসরাইলের কয়েকজন কট্টরপন্থি নেতার গাজাবাসীকে অন্যত্র পাঠানোর মন্তব্যের জবাবে নিজেদের ওই অবস্থান জানিয়েছিল ওয়াশিংটন। মঙ্গলবার (৯ জানুয়ারি) ইসরাইলের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করার আগে ব্লিঙ্কেন বলেছেন, ‘সামনে আরও অনেক কথা বলতে হবে আমাদের।’

যদিও গাজায় নতুন করে যুদ্ধ শুরুর ঘোষণা দিয়েছে ইসরাইল। যুদ্ধের ধরণেও তারা পরিবর্তন আনছে বলে জানিয়েছে তেল আবিব। সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র জানান, গাজায় এখন ছোট ছোট দলে ভাগ হয়ে যুদ্ধ পরিচালনা করবে তার দেশ।

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরাইলি হামলায় গাজায় ২২ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। যাদের বেশিরভাগই নারী ও শিশু।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন