হোম রাজনীতি নির্বাচন শেষ এবারতো জামিন দেন, আদালতে ফখরুলের আইনজীবী

নির্বাচন শেষ এবারতো জামিন দেন, আদালতে ফখরুলের আইনজীবী

কর্তৃক Editor
০ মন্তব্য 96 ভিউজ

রাজনীতি ডেস্ক:

নির্বাচন থেকে দূরে রাখতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতাদের কারাগারে রাখা হয়েছিল বলে অভিযোগ করেছেন তাদের আইনজীবীরা।

মঙ্গলবার (৯ জানুয়ারি) ঢাকার মুখ্য মহানগর হাকিম রেজাউল করিমের আদালতে মির্জা ফখরুলের জামিন শুনানি হয়। জামিন শুনানির সময় আইনজীবী এমনটা উল্লেখ করে বিএনপি মহাসচিবের জামিন আবেদন করেন।

তবে রাষ্ট্রপক্ষ বলছে, নির্বাচনের সঙ্গে জামিনের সম্পর্ক নেই। পরে ৯ মামলায় গ্রেফতার দেখিয়ে বুধবার (১০ জানুয়ারি) দুপুরে জামিন শুনানির দিন ধার্য করেন বিচারক।

আদালত সূত্র জানায়, দুপুর দেড়টার দিকে গারদখানা থেকে মির্জা ফখরুলকে নেয়া হয় এজলাসে। দুই পাশে পুলিশের ব্যারিকেডে হাসিমুখে ছিলেন ফখরুল।

পরে শুনানিতে মির্জা ফখরুলের আইনজীবী অসুস্থতার কথা বিবেচনায় জামিন চান। বলেন, নির্বাচন থেকে দূরে রাখতেই কারাগারে নেয়া হয় তাকে। নির্বাচন যেহেতু শেষ, যেকোনো শর্তে জামিন দেয়া হোক তাকে।

তবে আদালতে রাষ্ট্রপক্ষ বলে, নির্বাচনের সঙ্গে ফখরুলকে জামিন দেয়া না দেয়ার কোন সম্পর্ক নেই।

২৮ শে অক্টোবর বিএনপির মহাসমাবেশ ঘিরে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে। পরদিন গ্রেফতার হন মির্জা ফখরুল। তার বিরুদ্ধে মোট মামলা হয় ১১টি। এরপর থেকে ৭২ দিন ধরে কারাগারে আছেন বিএনপির এ শীর্ষ নেতা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন